
সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ। তিনিই এখন সংস্থার চেয়ারম্যান ও সিইও। এককথায় তিনিই ফেসবুকের সব বলে সকলের জানা। সেই জুকারবার্গকেই এবার তাঁর পদ থেকে সরে দাঁড়ানোর জন্য চাপ দিতে শুরু করলেন অন্য লগ্নিকারীরা। নিউ ইয়র্ক টাইমস একটি তদন্ত সংবাদ প্রকাশ করেছে। সেখানে দাবি করা হয় তাঁর প্রতিপক্ষ সংস্থাগুলির গোপন তথ্য প্রকাশ্যে আনার জন্য রিপাবলিকান নিয়ন্ত্রণাধীন একটি পরামর্শ প্রদানকারী ও জনসংযোগ সংস্থাকে বরাত দেন জুকারবার্গ।
এই রিপোর্ট সামনে আসার পর থেকেই ঝড় উঠেছে। মার্ক জুকারবার্গ পড়েছেন বিপাকে। এবার তাঁকে তাঁর পদ থেকে সরে দাঁড়ানোর জন্য খোলাখুলি চাপ তৈরি শুরু করলেন লগ্নিকারীরা। যারমধ্যে অগ্রণী ভূমিকা নিয়েছেন জোনাস ক্রোন নামে এক ফেসবুক লগ্নিকারী। এই রিপোর্টের পর মার্ক জুকারবার্গের ফেসবুক চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ানো উচিত বলে দাবি করেছেন তিনি।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)