লাল গ্রহে যখন সূর্য অস্ত যায় তখন রং যায় বদলে, অন্য রংয়ে হয় বিকেল
পৃথিবীতে সূর্য যখন অস্ত যায় তখন তাকে কেমন লাগে, চারপাশে কেমন রং হয় তা সকলের জানা। মঙ্গলগ্রহে কিন্তু সূর্য ডোবার রং অন্য হয়।
সূর্য তো অস্ত যাবে। আবার তার উদয় হবে। এভাবেই চলছে। প্রতিটি গ্রহ যেমন সূর্যের চারধারে ঘুরছে, তেমনই সে নিজেও পাক খাচ্ছে। তবে তার পাক খাওয়ার সময় আলাদা। ফলে সূর্য সেখানেও অস্ত যায়।
পৃথিবীর কাছের গ্রহ মঙ্গলেও সূর্য অস্ত যায়। ঠিক পৃথিবীরই মত। তবে তার রং হয় আলাদা। পৃথিবীতে যখন সূর্য অস্ত যায় তখন তা কেমন দেখতে লাগে তা প্রায় সকলের জানা। এক কমলা হলুদ আভা ছড়িয়ে পড়ে চারিদিকে।
তারপর ক্রমে সূর্য হারিয়ে যায় পশ্চিমে। বিকেল গড়িয়ে নামে সন্ধে। আকাশ অন্ধকারে ঢেকে যায়। তাই এটা সহজেই বলা যেতে পারে পৃথিবীতে সূর্য যখন অস্ত যায় তার রং হয় কমলা হলুদ।
পৃথিবীর মত লাল গ্রহেও সূর্য অস্ত যখন যায় তখন রং বদলায়। সেখানে কিন্তু সূর্য অস্ত যাওয়ার সময় রং কমলা হলুদ নয়। লালও নয়। বরং নীল।
লাল গ্রহে সূর্য ডোবার সময় নীলচে আভায় ছেয়ে যায় চারধার। খুব সূক্ষ্ম ধূলিকণার কারণে এই নীলচে রং ধরে সূর্য অস্ত যাওয়ার সময়।
তাই কেউ যদি মঙ্গলের মাটিতে বসে সূর্য ডোবা দেখেন তিনি দেখবেন কমলা হলুদ নয়, নীল রং চারধারে ছড়িয়ে পড়ল। তারপর ক্রমে অন্ধকার নামল।
প্রসঙ্গত মঙ্গল নিয়ে গবেষণা প্রত্যেকদিন বিজ্ঞানীদের নতুন নতুন তথ্যের হদিশ দিচ্ছে। যা মঙ্গল গ্রহকে চিনতে সাহায্য করছে বিজ্ঞানীদের।