SciTech
মঙ্গলের জলে শ্বাসযোগ্য অক্সিজেন ছিল, দাবি গবেষকদের
যে পরিমাণ অক্সিজেন মঙ্গলের জলে ছিল বলে মনে করা হচ্ছিল, এই গবেষণালব্ধ তথ্যে দেখা গেছে তার চেয়েও অনেক বেশি পরিমাণ অক্সিজেন ছিল মঙ্গলের জলে।
মঙ্গল গ্রহে যে জল ছিল তা এখন মোটামুটি পরিস্কার বিজ্ঞানীদের কাছে। এবার একদল গবেষক আরও চাঞ্চল্যকর তথ্য সামনে আনলেন।
তাঁরা দাবি করেছেন, মঙ্গলে যে জল ছিল তাতে এতটাই অক্সিজেন ছিল যে কোনও প্রাণির শ্বাসপ্রশ্বাসের জন্য তা যথেষ্ট। এই অক্সিজেনে প্রাণি বেঁচে থাকতে পারবে।
তাঁদের দাবি, আগে যে পরিমাণ অক্সিজেন মঙ্গলের জলে ছিল বলে মনে করা হচ্ছিল, এই গবেষণালব্ধ তথ্যে দেখা গেছে তার চেয়েও অনেক বেশি পরিমাণ অক্সিজেন ছিল মঙ্গলের জলে। ফলে তা বায়বীয় জীবনকে বাঁচিয়ে রাখার জন্য যথেষ্ট। এই গবেষণাকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন অন্য বিজ্ঞানীরা।
এই গবেষণা থেকে পাওয়া তথ্য যদি সত্যি হয় তাহলে মঙ্গলে জীবন থাকার কথা অনেকটাই সত্য প্রমাণিত হতে পারবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা