পৃথিবীর তুলনায় মঙ্গলে দ্বিগুণ চওড়া জায়গা নিয়ে বইত নদী
মঙ্গলে জল ছিল কিনা তা নিয়ে বিতর্ক ছিল। পরে সে বিষয়ে নিশ্চিত হন বিজ্ঞানীরা। যা প্রমাণ পাওয়া যায় তাতে বিজ্ঞানীদের কাছে এটা পরিস্কার যে মঙ্গলে জল ছিল।
কোটি কোটি বছর ধরে মঙ্গল গ্রহে নদী বয়েছে। দিনে অনেক জল বয়েছে এই নদী ধরে। এমন বহু নদী লালগ্রহ জুড়ে ছড়িয়ে ছিল। প্রতিটি নদী চওড়ায় পৃথিবীর নদীগুলির চেয়ে দ্বিগুণ বড় ছিল। ফলে তাতে অনেক বেশি পরিমাণ জল বইত একই সময়ে। এমন নদী কোটি কোটি বছর ধরে মঙ্গলে জীবিত ছিল।
১০০ কোটি বছর আগেও মঙ্গলে অনেক নদী বইত। প্রচুর জল নিয়ে বয়ে চলত তারা। একটি গবেষণায় এমনই বেরিয়ে এসেছে। শিকাগো বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা মঙ্গলে জল নিয়ে গবেষণা করতে গিয়ে বেশ কিছু চমকপ্রদ তথ্য সামনে এনেছেন।
গবেষকদের দাবি, মঙ্গলে আবহাওয়ার পরিবর্তন ও আবহাওয়া দুর্বল হয়ে আসায় ক্রমশ নদীগুলি শুকিয়ে যেতে শুরু করে। তারপরই মঙ্গল জুড়ে ছড়িয়ে থাকা প্রচুর নদী শুকিয়ে যায়।
তবে তাঁদের মতে, ১০০ কোটি বছর আগেও যখন মঙ্গলে নদী বইত, তারমানে মঙ্গল শুকিয়ে গেছে অল্প দিনই। প্রসঙ্গত ১০০ কোটি বছর সময়কালটা মহাজাগতিক ক্ষেত্রে অল্প সময় বলেই বিবেচিত হয়।
মঙ্গলে জল ছিল কিনা তা নিয়ে বিতর্ক ছিল। পরে সে বিষয়ে নিশ্চিত হন বিজ্ঞানীরা। যা প্রমাণ পাওয়া যায় তাতে বিজ্ঞানীদের কাছে এটা পরিস্কার যে মঙ্গলে জল ছিল। তাহলে সেগুলি গেল কোথায়? আপাতত তারই উত্তর খোঁজার পালা চলছে।
মঙ্গলে যান পাঠানো বা চন্দ্রাভিযানের মত মিশনের ফলে মঙ্গলের বিভিন্ন দিক থেকে পাওয়া ছবি বিজ্ঞানীদের গবেষণা করতে সাহায্য করেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা