মঙ্গলে জীবন রয়েছে, নিশ্চিত মার্কিন গবেষক
মার্কিন যুক্তরাষ্ট্রের গবেষক দাবি করেছেন তিনি মঙ্গলগ্রহের যেসব ছবি পেয়েছেন তা থেকে তিনি নিশ্চিত যে সেখানে জীবনের উপস্থিতি রয়েছে।
বিভিন্নভাবে পৃথিবীতে এসে পৌঁছচ্ছে মঙ্গলের ছবি। সেসব ছবি পর্যবেক্ষণ করছেন বিজ্ঞানীরা। তা দেখে একটা সিদ্ধান্তে পৌঁছনোর চেষ্টা করছেন।
মার্কিন যুক্তরাষ্ট্রের ওহিও বিশ্ববিদ্যালয়ের গবেষক অধ্যাপক উইলিয়াম রোমোসার দাবি করেছেন তিনি মঙ্গল গ্রহের যেসব ছবি পেয়েছেন তা থেকে তিনি নিশ্চিত যে সেখানে জীবনের উপস্থিতি রয়েছে। সেখানে পতঙ্গ রয়েছে বলে দাবি করেছেন তিনি। সে জীবাশ্ম আকারেও পতঙ্গ রয়েছে আবার একই সঙ্গে সেখানে জীবন্ত পতঙ্গ রয়েছে।
লাল গ্রহে যে পতঙ্গের মত প্রাণ রয়েছে তার অস্তিত্ব বোঝাতে মার্স রোভারের পাঠানো কিছু ছবিকে ভরসা করছেন গবেষক উইলিয়াম।
তাঁর মতে, যা দেখে মনে হচ্ছে একটি পতঙ্গ। যা দেখতে অনেকটা মৌমাছির মত। যার পা রয়েছে। ডানা রয়েছে। মাথা, দেহ সবই রয়েছে। পতঙ্গ তো বটেই সেই সঙ্গে সরীসৃপ জাতীয় কিছু প্রাণির অস্তিত্বও রয়েছে বলে দাবি করেছেন তিনি।
উইলিয়ামের মতে, যে ছবিগুলি পাওয়া গিয়েছে সেগুলি যদি আরও একটু পরিস্কার করা হয় তাহলে দেহ, চোখ সবই পরিস্কার হতে পারে। সেক্ষেত্রে তাঁর দাবি আরও শক্তিশালী হবে।
তবে তিনি এও জানিয়েছেন দেহের ৩টি ভাগ, এক জোড়া অ্যান্টেনা ও ৮টি পা এটা বোঝার জন্য যথেষ্ট যে এগুলি পতঙ্গ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা