ভারতের মহিলা বক্সিং প্রতিভা মেরি কমকে পদ্মবিভূষণ সম্মানে সম্মানিত করার প্রস্তাব ভেবে দেখছে ক্রীড়ামন্ত্রক। পদ্মবিভূষণ সম্মান ভারতের দ্বিতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান। সেই সম্মানেই ভূষিত হতে পারেন মেরি। ২০১৩ সালে পদ্মভূষণ সম্মান ও ২০০৬ সালে পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন মেরি। ২০০৩ সালে পেয়েছিলেন অর্জুন পুরস্কার। তাঁকেই এবার পদ্মবিভূষণ সম্মানে সম্মানিত করার কথা ভাবছে কেন্দ্র।
মেরির পাশাপাশি বিশ্ব মহিলা ব্যাডমিন্টন খেতাব জয়ী পিভি সিন্ধুকে পদ্মভূষণ সম্মান দেওয়ারও প্রস্তাব রয়েছে। বাকি কেবল ক্রীড়ামন্ত্রী কিরেণ রিজিজুর সাক্ষরদান। তিনি প্রস্তাবে সই করে দিলেই তা স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে চলে যাবে। আগামী ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিন পদ্ম সম্মান প্রাপকদের নাম ঘোষণা হবে।
মেরি কম ও পিভি সিন্ধু ছাড়াও আরও ৬ মহিলা ক্রীড়াবিদকে পদ্ম সম্মানের জন্য মনোনীত করেছেন নির্বাচকরা। যাঁদের মধ্যে রয়েছেন কুস্তিগির ভিনেশ ফোগট, ভারতের মহিলা টি-২০ ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কউর, ভারতীয় মহিলা হকি দলের অধিনায়ক রানি রামপাল, শ্যুটার সুমা শিরুর, টেবিল টেনিস খেলোয়াড় মণিকা বাত্রা, পর্বতারোহী যমজ বোন তাশি ও নাঙ্গসি মালিক। এঁদের পদ্মশ্রী সম্মানের জন্য মনোনীত করা হয়েছে। তবে এঁদেরও চূড়ান্ত সিলমোহরে ক্রীড়ামন্ত্রীর সই বাকি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা