৪২ লক্ষ টাকা পাইয়ে দিল শুধুমাত্র একটা স্বপ্ন
রাতে ঘুমের মধ্যে তো কত মানুষ কত স্বপ্নই দেখেন। কিন্তু এক মহিলা সেই স্বপ্ন দেখে পেয়ে গেলেন ৪২ লক্ষ টাকা।
পৃথিবীতে এমন কোনও মানুষ নেই যিনি জীবনে কখনও স্বপ্ন দেখেননি। সে স্বপ্ন ভাল হতে পারে, মন্দ হতে পারে। তবে ঘুম ভাঙার পর হয় তিনি সে স্বপ্ন ভুলে যান, অথবা হালকা মনে থেকে যায়।
এর বাইরে বাস্তব জীবনে স্বপ্নের প্রভাব তেমন থাকেনা। এমনই একটি স্বপ্ন রাতে ঘুমের মধ্যে দেখেছিলেন এক মহিলা। আর সেই স্বপ্নই তাঁকে বাস্তবেই পাইয়ে দিল ৪২ লক্ষ টাকা।
এক মহিলা দাবি করেছেন, তিনি একদিন একটি স্বপ্ন দেখেন। সেই স্বপ্নে তিনি দেখেন একটি বিশেষ লটারির টিকিট তিনি কেটেছেন। সেই টিকিট থেকে তিনি লটারি জিতেছেন।
এটা স্বপ্নে দেখার পর ওই মহিলা সেই লটারির টিকিটই কয়েকটা কিনে ফেলেন। আর তাঁকে অবাক করে তাঁর স্বপ্ন বাস্তব হয়ে যায়। মহিলা সত্যিই লটারি জেতেন। বরং স্বপ্নে যে টাকার লটারি তিনি জিতেছিলেন বলে দেখেছিলেন, বাস্তবে তার অনেকগুণ বেশি অর্থ জিতে নেন তিনি।
মার্কিন যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের বাসিন্দা ওই মহিলা ৫০ হাজার ডলার লটারি থেকে জেতেন। যা ভারতীয় মুদ্রায় প্রায় ৪২ লক্ষ টাকার সমান। ওই মহিলা এই জয়ের পর তিনি সকলকে এই স্বপ্নের কাহিনি জানান।
মহিলা এটাও মনে করছেন যে স্বপ্নই তাঁকে এই লটারি জিতিয়ে দিল। কারণ স্বপ্ন না দেখলে হয়তো তিনি এই লটারির টিকিট কেনার কথা মাথাতেও আনতেন না।