ওটা কি পড়ে আছে সমুদ্রের ধারে, সতর্ক প্রশাসন, কৌতূহলে উপচে পড়ল ভিড়
সমুদ্র তো কত কিছুই ভাসিয়ে আনে। অনেক কিছু দেখেও দেখেননা মানুষজন। কিন্তু এবার এমন জিনিস ভেসে এল যা দেখে কৌতূহলীর ভিড় উপচে পড়ল।
সমুদ্র অনেকদিন পর হলেও অনেক কিছু ফিরিয়ে দেয়। সে শতবর্ষ প্রাচীন হলেও দেয়। এমন এক জিনিস সমুদ্রের বালির তটে ভেসে এসে আটকে গেল যা দেখে সেটাও বিশ্বাস করতে শুরু করেছেন অনেকে। সমুদ্রের ধারে অনেক কিছুই বালিতে পড়ে থাকে। অনেক কিছুই সমুদ্রের ঢেউয়ের তালে ভেসে আসে।
কিন্তু সেসব কিছুর দিকে ফিরেও তাকান না সমুদ্রের ধারে বেড়াতে আসা পর্যটক বা স্থানীয় মানুষ। তবে এবার এমন কিছু ভেসে এসে বালিতে আটকে গেল যা দেখতে উপচে পড়ল ভিড়।
সকলেই অবাক চোখে চেয়ে দেখলেন এ বস্তু হালফিলের নয়। কম করে শতবর্ষ পুরনো। অবশ্য এমন একটা জিনিস পাওয়ার পরও স্থানীয় প্রশাসন স্থির করেছে তা তারা তুলে নিয়ে যাবেনা। কেবল তার সঙ্গে জুড়ে দেবে একটি ট্যাগ। যাতে লেখা থাকবে সেটি কবে এখানে ভেসে এসেছিল।
যে কালো লম্বা বস্তুটি ভেসে এসেছে তা প্রায় সাড়ে ১৪ ফুট লম্বা একটি কাঠের মোটা পাটাতন। বিশেষজ্ঞেরা তা পরীক্ষা করার পর মনে করছেন সেটি কোনও জাহাজের ডেকের কাঠের পাটাতন। তবে সে জাহাজ হালফিলের জাহাজ নয়।
উনবিংশ শতাব্দীর কোনও জাহাজের অংশ এটি। সেই সময় এমন কাঠের পাটাতন ডেকে থাকত। ফলে তার বয়স কম করে শতাধিক বছর।
সেই জাহাজ হয়তো কোনও সময় দুর্ঘটনার কবলে পড়ে। তার কাঠের পাটাতনটি এত বছর ধরে সমুদ্রেই ছিল। যা এবার ভেসে এসে আটকে গেল মার্কিন যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের বালুকাবেলায়।