সাপের পেটের দিকে চেয়ে সকলের একটাই প্রশ্ন ছিল ওটা কোন গাড়ির
সাপের পেটের সঙ্গে গাড়ির কোনও সম্পর্ক নেই। কিন্তু একটি সাপের পেটের দিকে চেয়ে অনেকেই প্রশ্ন করলেন ওটা কোন গাড়ির।
জাতি হিসাবে সাপটি ব়্যাট স্নেক প্রজাতির। তারই পেটের দিকে চেয়ে অনেকেই হতবাক। সাপের পেটের একটি এক্স-রে করার পর তো আরও জোড়াল হয় সকলের জিজ্ঞাসা। সাপের পেটে যেটা রয়েছে ওটা কোন গাড়ির তা খুঁজতে ব্যস্ত হয়ে পড়েন অনেকে। সাপের ফোলা পেটের দিকে দেখে এক্স-রে করে বিষয়টি জানার চেষ্টা করেন পশু চিকিৎসকেরা।
তারপর পশু চিকিৎসকেরা সিদ্ধান্ত নেন সাপটির অপারেশন করতে হবে। সেই মত তার অপারেশনে শুরু হয়। পেটের ফোলা অংশ থেকে যেটি বার করে আনেন চিকিৎসকেরা তা প্রায় ঢাকা পড়ে গিয়েছিল সাপেরই চামড়ায়।
চিকিৎসকেরা বুঝতে পারেন ওটি হালে নয়, বহুদিন আগেই তার পেটে গিয়েছিল। তারপর তা দীর্ঘদিন ধরে থাকার ফলে তার ওপর সাপেরই চামড়ার একটা স্তর তৈরি হয়ে গেছে।
সাপটির পেট থেকে উদ্ধার হয় গাড়ির গিয়ার শিফট নব। গাড়িচালকের গিয়ার বদল করার জন্য যে দণ্ডটি থাকে, তার মাথার কাছটায় একটা বলের মত বস্তু লাগানো থাকে। যার ফলে সেটি ধরে গিয়ার বদলাতে সুবিধা হয়। তাকে গিয়ার নব বলা হয়।
সেই গিয়ার নব সাপটি কখনও কোথাও পড়ে থাকতে দেখে খাবার বলে গিলে নিয়েছিল। তারপর থেকে তা তার পেটেই রয়ে গিয়েছিল।
ঘটনাটি ঘটেছে মেরিল্যান্ডে। বিশেষজ্ঞেরা বলেন, এই সাপেরা ডিম বলে ভুল করে অনেক সময় গলফ খেলার বলও এভাবেই গিলে নেয়।