চোখের সামনে তাসের ঘরের মত ভেঙে পড়ল বিশাল ব্রিজ
ব্রিজ যথেষ্ট যত্ন করে শক্তিশালী করে গড়ে তোলা হয়। তেমনই একটা বিশাল ব্রিজ তাসের ঘরের মত ভেঙে পড়ল। তলিয়ে গেল সে সময় ব্রিজের ওপরে থাকা গাড়ি।
ব্রিজ ভেঙে পড়ার খবর বড় একটা পাওয়া যায়না। নির্মীয়মাণ ব্রিজ ভাঙলেও নদীর ওপর অনেকদিন ধরে দাঁড়িয়ে থাকা ব্রিজ ভাঙা বিরল ঘটনা। নদীর ওপর দিয়ে যাতায়াতের বড় মাধ্যম একটি ব্রিজ কিন্তু এবার তাসের ঘরের মত ভেঙে পড়ল।
অতি অল্প সময়ের মধ্যে নদীর এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত ব্রিজটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। সে সময় ব্রিজের ওপর দিয়ে যাতায়াত করা গাড়িগুলিও ব্রিজের সঙ্গেই জলে পড়ে যায়। দ্রুত উদ্ধারকাজ শুরু হয়। তলিয়ে যান অনেক মানুষও। কমপক্ষে ২০ জন তলিয়ে যান বলে মনে করা হচ্ছে।
একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে। যাতে দেখা গেছে একটি মালবাহী জাহাজ নদীর ওপর থাকা ব্রিজটির একটি স্তম্ভে ধাক্কা মারে। ধাক্কা খাওয়ার কয়েক মিনিটের মধ্যেই ব্রিজটি তাসের ঘরের মত ভেঙে পড়ে।
ঘটনাটি ঘটেছে আমেরিকার অঙ্গরাজ্য মেরিল্যান্ডে। মেরিল্যান্ডের রাজধানী শহর বাল্টিমোরের গা ঘেঁষে বয়ে গেছে পাটাপস্কো নদী। বিশাল এ নদীর ওপর দিয়ে যাতায়াতের অন্যতম ভরসা ছিল এই ফ্রান্সিস স্কট কি ব্রিজ।
সেই ব্রিজ যে এভাবে জাহাজের ধাক্কায় ভেঙে পড়তে পারে তা এখনও অনেকের বিশ্বাস হচ্ছেনা। ঘটনার পরই উদ্ধারকাজ শুরু হয়। গাড়িগুলিকে জলে ভাসতেও দেখা যায়।
কীভাবে জাহাজটি স্তম্ভে ধাক্কা মারল তা এখনও পরিস্কার নয়। তবে ব্রিজ ভাঙার আকস্মিকতায় শহর জুড়ে প্রবল চাঞ্চল্যের সৃষ্টি হয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা