ভেসে এল ৬০ বছর আগে ভাসানো বোতল, ভিতরে টাকার হাতছানি
এটা যিনি হাতে পাবেন তাঁর একটি প্রাপ্য অর্থ নিশ্চিত করা হয়েছে বোতলের মধ্যেই। কেবল তাঁকে জানাতে হবে কোথায় পেলেন তিনি সেটা।
যে বোতলটা সমুদ্রের জলে ভেসে এল তা তুলে নেওয়ার পর কিছুটা অবাক তো হতেই হয়। যাঁরা হাতে পেলেন তাঁরাও তাই কিছুটা অবাক। বোতলের মধ্যে বার্তা সহ এমন সমুদ্রের জলে ভেসে আসা বোতলের কথা আগেও শোনা গেছে। এ বোতলটির ভিতরেও বার্তা রয়েছে।
তবে তার সঙ্গে রয়েছে অর্থপ্রাপ্তির হাতছানি। বোতলটি কিন্তু ৬০ বছরেরও আগে ভাসানো হয়েছিল সমুদ্রে। এত বছর ধরে সে ভেসে বেড়িয়েছে ঢেউয়ের তালে তালে। অবশেষে সে এসে হাজির হয় একটি সমুদ্রতটের কাছে। ফলে তা মানুষের হাতে আসে।
এই বোতল একটি দ্বীপ থেকে ছাড়া হয়েছিল। ছাড়া হয়েছিল একটি গবেষণার কাজে। সমুদ্রের জলের উপরিভাগে বইতে থাকা কারেন্ট বা প্রবাহ বোঝার জন্য ইচ্ছা করেই এই বোতলটি ফেলা হয়েছিল জলে।
সেটা ছিল ১৯৬১ সাল। এটি ফেলা হয়েছিল কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্রের মাঝে অবস্থিত একটি দ্বীপ ম্যাচায়াস সি আইল্যান্ড থেকে। আর সেটি এই ৬৩ বছর পর পাওয়া গেল কেপ কডের উত্তরে।
কানাডার ফিশারিজ অ্যান্ড ওশেনস কানাডা বিষয়টি সমাজ মাধ্যমে তুলে ধরেছে। এও জানিয়েছে ওই বোতল ফেলার পর জলের প্রবাহের হাত ধরে সেটি কোথায় পৌঁছয় তা দেখার চেষ্টা হত।
এজন্য বোতলের মধ্যে বার্তা দেওয়া হয় কেউ যদি সেটা পান তাহলে কোথায় কবে সেটা পেলেন তা জানাতে। তাহলেই গবেষকেরা সমুদ্রের জলের উপরিভাগের প্রবাহ সম্বন্ধে জানতে পারবেন।
আর যিনি বোতলটি পাবেন তাঁকে ১ ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় বর্তমানে ৮৩ টাকার মত দেওয়া হবে। প্রসঙ্গত ১৯৬১ সালে ১ ডলারের মূল্য আরও বেশি ছিল। এই অফারটি অবশ্য এখনও রয়েছে কিনা তা পরিস্কার নয়।