চোখের সামনে মানিব্যাগ চুরি করে টাকা ওড়াল সাদা চোর
এ ঘটনা অনেকের টনক নড়িয়ে দিতে পারে। সতর্ক করার জন্য এ ঘটনা একটি অধ্যায়। নাহলে নিজের মানিব্যাগের টাকা এভাবেই উড়তে দেখতে হবে।
ওই ব্যক্তি ঢুকেছিলেন একটি দোকানে। সেখানে কেনাকাটা করেন। তারপর যা কিনেছেন তা ট্রলিতে নিয়ে চলে আসেন নিজের গাড়ির কাছে। গাড়ির ডিকিতে কেনা জিনিসগুলি ঢোকানোর সময়ই ঘটে ঘটনাটা।
তাঁর ট্রলিতে থাকা জিনিসপত্রের ওপরই তিনি তাঁর মোবাইল ও মানিব্যাগটি রেখেছিলেন। জামা বা প্যান্টে পকেট না থাকায় স্থির করেছিলেন মানিব্যাগ ও মোবাইলটি তিনি গাড়িতে রেখে দেবেন।
কিন্তু সে সুযোগ আর তিনি পেলেননা। তার আগেই মোবাইল নিজের জায়গায় থাকলেও তাঁর মানিব্যাগ নিয়ে চোখের সামনে পালায় সাদা ‘চোর’।
একটি শ্বেতশুভ্র সিগাল পাখি আচমকাই উড়ে এসে ওই ব্যক্তির মানিব্যাগটি নিয়ে উড়ে গিয়ে বসে কাছের একটি চালে। তারপর মানিব্যাগ থেকে মুখে করে টাকা বার করে ওড়ায়। আবার উড়ে যায়।
ওই ব্যক্তির এখন মাথায় হাত পড়েছে। তিনি সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, তাঁর মানিব্যাগ যিনি ফেরত আনতে পারবেন তিনি তাঁকে পুরস্কৃত করবেন। ওই মানিব্যাগে যে কটা টাকা পড়ে থাকবে সব তিনি দিয়ে দেবেন।
সেই সঙ্গে তাঁকে আলাদা করে ১১০ ডলার মানে ভারতীয় মুদ্রায় ৮ হাজার ৪০০ টাকার মত দেবেন। কারণ টাকা নিয়ে তিনি চিন্তিত নন, তবে মানিব্যাগে তাঁর লাইসেন্স ও প্রয়োজনীয় কার্ড রয়েছে। সেগুলি তিনি ফেরত পেতে চান।
তাই যদি স্থানীয় কেউ তাঁর মানিব্যাগটি খুঁজে পান তিনি যেন ফেরত দেন বলে অনুরোধ করেছেন ওই ব্যক্তি। ঘটনাটি ঘটেছে ম্যাসাচুসেটস-এ।