বাড়িতে বিশাল সাপ, ভয়ে কাঁটা মহিলা, এরপরই ঘটল আসল ঘটনা
কারও বাড়িতে যদি সাপ ঢোকে তাহলে তো তাঁর ভয় পাওয়ারই কথা। তার ওপর মহিলার আবার সাপে ভয়টা বেশি। আর তাঁর বাড়িতেই কিনা বিশাল সাপের দেখা।
বাড়িতে সাপ ঢুকলে কার না ভয় করে। অনেকের আবার সাপে ভয়টাও বেশি। এক মহিলার তেমনই অবস্থা। একে তাঁর সাপে ভীষণ ভয়। তারমধ্যেই তাঁর বাড়িতে দেখা মিলল এক বিশাল চেহারার সাপের।
সেটিকে বাড়ির এক কোণায় দেখতে পেয়ে মহিলা প্রায় আঁতকে ওঠেন। কি করবেন বুঝতে না পেরে দ্রুত পুলিশে খবর দেন। পুলিশ খবর দেয় বন্যপ্রাণ উদ্ধারের সঙ্গে যুক্ত ব্যক্তিদের। পুলিশ এবং বন্যপ্রাণ উদ্ধার দফতরের সদস্যরা হাজির হন মহিলার বাড়িতে।
ভিতরে প্রবেশ করে তাঁরা পৌঁছে যান সাপটির কাছে। সাপটি যেখানে ছিল সেখানেই তখনও রয়েছে। বেশ বড় চেহারার সাপ। ফলে যথেষ্ট সাবধানতা বজায় রেখেই শুরু হয় তাকে পাকড়াও করার কাজ।
পুলিশের তরফে সমাজ মাধ্যমে জানানো হয় সাপটিকে ভাল করে পর্যবেক্ষণ করার পর তাকে হাত দিয়েই ধরে ফেলেন এক বন্যপ্রাণ উদ্ধার দফতরের সদস্য। তারপর সেটিকে তুলে নিয়ে বাড়ির বাইরে এনে ফেলে দেন।
এভাবে কোনও বন্যপ্রাণ উদ্ধার হলে তাকে ধরে নিয়ে যাওয়াই স্বাভাবিক। তারপর তাকে অনেক দূরে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। এক্ষেত্রে তা করা হল না কেন?
পুলিশ জানিয়েছে, আদপে ওটা কোনও জ্যান্ত সাপ ছিলনা। ছিল প্লাস্টিকের সাপ! দেখে বোঝার উপায় নেই। পুলিশের সন্দেহ মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস-এর বাসিন্দা ওই মহিলা যে সাপে ভয় পান তা ভালই জানতেন তাঁর ভাড়াটে। তাই মহিলাকে ভয় দেখানোর জন্য প্লাস্টিকের সাপ বাড়িতে ফেলে দিয়ে যান তাঁরা।