ব্রিজের ওপরই ট্রেনে আগুন, প্রাণ বাঁচাতে নদীতে ঝাঁপ মহিলার
নদীর ওপর দিয়ে ব্রিজ। সেই ব্রিজ ধরেই ছুটছিল একটি ট্রেন। আচমকাই তাতে আগুন ধরে যায়। ব্রিজের ওপরই জ্বলতে থাকে ট্রেনটি।
ট্রেনটি যাত্রীদের নিয়ে ছুটছিল গন্তব্যের দিকে। পথে পড়ে একটি ব্রিজ। নদীর ওপর দিয়ে অসংখ্য ট্রেন প্রতিদিন যাতায়াত করছে। এই ট্রেনটিও ব্রিজের ওপর দিয়ে স্বাভাবিক গতিতে ছুটছিল। আচমকাই ট্রেনে আগুন ধরে যায়। জ্বলতে থাকে ট্রেনের সামনের অংশ।
ট্রেন তখন ব্রিজের মাঝামাঝি। ২ ধারে অনেক নিচে নদী বয়ে গেছে। আগুন দেখে প্রাণ বাঁচাতে যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। অন্য কোথাও হলে তাঁরা হয়তো প্রাণ বাঁচিয়ে নেমে পড়তে পারতেন। কিন্তু ব্রিজের ওপর হওয়ায় তাও সহজে সম্ভব ছিলনা।
এক মহিলা যাত্রী প্রাণ বাঁচাতে ওই উচ্চতা থেকে নদীতেই ঝাঁপ দেন। বাকিরা সেই সাহস দেখাতে না পারলেও জানালার কাচ ভেঙে অন্য ধার দিয়ে বার হওয়ার চেষ্টা চালান। পাশের লাইনের ওপর যাত্রীদের নামিয়ে তাঁদের ব্রিজের ওপরের ওই ট্রেন লাইন ধরে নিয়ে আসা হয় সুরক্ষিত জায়গায়।
ঘটনার তদন্তে নেমে জানা গেছে ট্রেনটি সামনের দিকের একটি ধাতব পাত আলগা হয়ে গিয়েছিল। সেটি ঘষা লেগেই আগুন লেগে যায়। যা দ্রুত ট্রেনের সামনের অংশ গ্রাস করে নেয়।
ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার। অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন যাত্রীরা। যে মহিলা নদীতে লাফ দেন তাঁকেও পরে উদ্ধার করা হয়।
ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের বোস্টনের মিসটিক নদীর ওপর ব্রিজে। অরেঞ্জ লাইনের একটি সাবওয়ে ট্রেনে এই আগুন লাগার ঘটনা ঘটে।