বাড়িতে ভূত থাকতে পারে জেনেও কি বাড়ি কিনবেন, কম দামেই বিক্রি আছে
বাড়ি বিক্রির ক্ষেত্রে বিক্রেতা অনেক সময় বাড়িটির খারাপ দিকগুলি ক্রেতার কাছে লুকিয়ে যান। এক্ষেত্রে ঠিক উল্টোটা হয়েছে। ক্রেতাদের জানিয়ে দেওয়া হচ্ছে বাড়িতে ভূত থাকতে পারে।
একটি সুন্দর বাড়ি। সামনে কিছুটা লন। এমন বাড়ি পেলে অনেকেই কিনতে চাইবেন। অন্তত যাঁর প্রয়োজন রয়েছে এবং যাঁর পক্ষে বাড়িটি কেনার সামর্থ্য রয়েছে তিনি তো কিনে ফেলাই সঠিক মনে করবেন। সেক্ষেত্রে বাড়ি বিক্রির জন্য বিজ্ঞাপন দিতে হবে। মানুষকে জানাতে হবে। বাড়ি বিক্রির সময় যখন ইচ্ছুক ক্রেতারা বাড়ি দেখতে আসেন তাঁদের বাড়ির ভাল দিকগুলিই সাধারণভাবে দেখানো হয়। সাধারণত প্রপার্টি ডিলারও তাই করে থাকেন। কিছু খারাপ দিক থাকলে হয় তা লঘুভাবে জানান অথবা একেবারেই জানান না।
এই বাড়িটির ক্ষেত্রে কিন্তু তা হয়নি। বরং বাড়িটি বিক্রি থাকলেও বাড়ির বাইরে টাঙিয়ে দেওয়া হয়েছে বাড়িটি ভূতুড়ে হতে পারে। অর্থাৎ বাড়িটিতে ভূত থাকতে পারে।
এখন বাড়িতে ভূত থাকতে পারে জেনেও যদি কেউ কিনতে চান তাহলেই তিনি যোগাযোগ করবেন। এটা কিন্তু বিরল সততার নিদর্শন।
প্রপার্টি ডিলারের কেন মনে হল যে বাড়িটিতে ভূত থাকতে পারে? এটা কিন্তু একটা অনুমান মাত্র। বাড়িটির বয়স তাঁকে মনে করিয়েছে যে বাড়িটিতে ভূত থাকলেও থাকতে পারে।
দ্বিতীয়ত, বাড়িটি এক সময় কোনও মৃত মানুষের সৎকারের প্রয়োজনীয় ব্যবস্থা করার জন্য ব্যবহার হত। সৎকার অবশ্য এখানে করা হতনা।
ম্যাসাচুসেটস-এর এই শ্বেতশুভ্র প্রাসাদোপম বাড়িটির দাম ধার্য হয়েছে ৭ লক্ষ ৬৯ হাজার ডলার। ভারতীয় মুদ্রায় সাড়ে ৬ কোটির মত। এখন এটি ভূতুড়ে হতে পারে জেনেও যদি কেউ কিনতে চান তাহলে যোগাযোগ করতেই পারেন।