জল নয়, ৩৮ হাজার লিটার দুধে ধোয়া হল রাস্তা
রাস্তা অনেক জায়গায় ধোয়া হয়। এজন্য জলের ট্যাঙ্ক ব্যবহার করা হয়। কিন্তু দুধ দিয়ে রাস্তা ধোয়ার কথা শুনলে চমক লাগে বৈকি।
রাস্তা ধোয়ার রেওয়াজ দেশেবিদেশে অনেক জায়গায় রয়েছে। একটা সময় কলকাতাতেও রাস্তা ধোয়ার রীতি ছিল। জলের ট্যাঙ্ক দিয়ে জল ছিটিয়ে রাস্তা ধোয়া হয় অনেক শহরে। এতে রাস্তা ভাল থাকে। পরিস্কার থাকে। ধুলো ময়লা ওড়ার সম্ভাবনাও কমে। জল দিয়ে রাস্তা ধোয়া হলে তা খুব একটা চিত্তাকর্ষক কিছু নয়। তা নিয়ে চর্চাও অপ্রয়োজনীয়।
কিন্তু সেই রাস্তাই যদি দুধ দিয়ে ধোয়া হয়! তাহলে তো মানুষের মুখে মুখে সেকথা ঘুরবেই। সংবাদমাধ্যমেও বড় করে জায়গা পাবে সে খবর। আর সেটাই হয়েছে। নানা সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়েছে এ খবর।
দুধ দিয়ে রাস্তা ধোয়া অবশ্য কোনও সিদ্ধান্তের প্রেক্ষিতে হয়নি। হয়েছে নেহাতই একটি দুর্ঘটনার কারণে। একটি দুধের ট্যাঙ্কার প্রায় ৩৮ হাজার লিটার দুধ নিয়ে গন্তব্যের দিকে ছুটে যাচ্ছিল।
হাইওয়েতে কোনওভাবে সেটি নিয়ন্ত্রণ হারায়। তারপর উল্টে যায়। উল্টে যাওয়ায় রাস্তার ওপরই ছড়িয়ে পড়ে ট্যাঙ্কারে থাকা সব দুধ। ফলে গোটা রাস্তা অনেক দূর পর্যন্ত দুধে ভরে যায়।
বলা ভাল দুধে ধুয়ে যায় পিচ ঢালা সড়ক। সাদা হয়ে যায় রাস্তা। দেখা গেছে কেবলই দুধ। দ্রুত রাস্তায় গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়। শুরু হয় রাস্তা থেকে দুধ পরিস্কার করে ফেলার কাজ।
কিন্তু বিপুল পরিমাণ দুধ ছড়িয়ে পড়ায় তা সাফ করতে অনেক সময় লেগে যায়। ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস-এর অবার্ন নামে একটি জায়গায়।