সমুদ্রের জলে লক্ষ লক্ষ টন সোনা, সোনার জলেই স্নান করেন সকলে
সমুদ্রের জলে সোনা থাকে। সমুদ্র থেকে ১ লিটার জল তুলে নিলে তাতেও সোনা মিশে থাকে। সমুদ্রের এক আঁজলা জলেও সোনা থাকে।
সমুদ্রের জলে যে পরিমাণ সোনা রয়েছে তা বহু মানুষকে অবাক করে দিতে পারে। সমুদ্রের জলে মিশে আছে আনুমানিক ১ কোটি ৮০ লক্ষ টন সোনা!
অনেকেরই মনে হতে পারে তাহলে তো গোটা পৃথিবীতে সোনার দাম হুহু করে পড়ে যাবে। শুধু সমুদ্র থেকে সোনাটা বার করে নিলেই হল।
বিজ্ঞানীরা হিসাব কষে দেখেছেন সমুদ্রের এক আঁজলা জলেও সোনা থাকে। সমুদ্রের ১ লিটার জলে মিশে থাকে সোনা। তবে দ্রবীভূত অবস্থায় থাকে। আর তা এতটাই দ্রবীভূত থাকে যে তাকে আলাদা করাও মুশকিল।
হিসাব বলছে সমুদ্রের প্রতি ১ লিটার জলে মিশে থাকে ১ গ্রামকে ১ কোটি ৩০ লক্ষ ভাগ করলে যে পরিমাণ বার হয় সেই পরিমাণ সোনা।
সমুদ্রের জলে যে সোনা মিশে থাকে তা আলাদা করার মত রাস্তা এখনও সেভাবে বার হয়নি। হলেও তা এতটাই খরচ সাপেক্ষ হবে যে তার থেকে সোনা বার করেও খরচ পোষাবে না। সমুদ্রের জলে এই পরিমাণ সোনা মিশেই থাকবে।
যদিও আশা না ছেড়ে এটা ধরা যেতেই পারে যে এমন একটা দিন আসবে যেদিন সহজেই সমুদ্রের জল থেকে সোনা আলাদা করা সম্ভব হবে। আপাতত সেই দিনের অপেক্ষায় থাকাই ভাল।
অবশ্য সমুদ্রের ধারে বেড়াতে গিয়ে পা ভেজানো বা সমুদ্রের জলে স্নান করার সময় এই অনুভূতিটাও বেশ আনন্দের যে যে জল গায়ে লাগছে তা কেবল নোনতাই নয়, সোনা মেশা জল।