National

রাত পোহালেই ভাগ্য নির্ধারণ নীল-সাদার

নীল-সাদা না লাল-সাদা? বাঁধের রঙের ভাগ্য নির্ধারণ করতে প্রথমবার বৈঠকে বসছে ২ প্রতিবেশি রাজ্য। ম্যাসানজোরের সৌন্দর্যায়ন নিয়ে জটিলতা কাটাতে পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের এটাই প্রথম বৈঠক হতে চলেছে।

গত রবিবার ঝাড়খণ্ড সরকারের তরফে একরকম যুদ্ধ ঘোষণা করে দেন সেখানকার সমাজকল্যাণ মন্ত্রী লুইস মারান্ডি। তাঁর সাফ কথা ছিল, ম্যাসানজোর থাকবে আগের মত। তার চেয়েও বলা ভাল, বিজেপি শাসিত ঝাড়খণ্ডের মাটিতে ফুটবে না নীল-সাদা রঙ। থাকবে না পশ্চিমবঙ্গ সরকারের তোরণ।


বাংলার তরফে এখনো পর্যন্ত কোনও বক্তব্য পেশ করা হয়নি ম্যাসানজোরের রঙ নিয়ে। অনুমান করা যায়, মুখে নয়, কাজে করে দেখানোই এখন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের নীতি। তবে সূত্রের খবর, এক চুল মাটিও ছাড়তে নারাজ বাংলার সরকার। তারা সওয়াল করবে নীল-সাদার পক্ষেই।

এ পর্যন্ত যা বোঝা যাচ্ছে তাতে আগামিকালের বৈঠকে পরিস্থিতি গরম হওয়ার আশঙ্কা। যদিও বৈঠক হবে প্রশাসনিক। ২ প্রশাসনের বার্তা বাহকেরা আদৌ কোনও রফা সূত্র বার করতে পারেন কি না সেটাই এখন দেখার।


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button