SciTech

এরা জন্মে নিজের মাকেই খেয়ে ফেলে, এই প্রাণিরা মানুষের খুব চেনা

মা শিশুকে পৃথিবীর আলো দেখায়। আগলে রাখে যাবতীয় বিপদ থেকে। কিন্তু এ প্রাণিরা জন্মের পর নিজের মাকেই খেয়ে ফেলে।

অতি ছোট্ট কীট থেকে মানুষ। সকলকেই পৃথিবীর আলো দেখায় মা। তারা যতক্ষণ না বড় হচ্ছে ততক্ষণ তাদের আগলে রাখে মা। কোনও শিশু জন্মের পর মাকেই খেয়ে ফেলে এমনটা শুনলে অবাক লাগে। কিন্তু এটাও হয়ে চলেছে এই জীবজগতে।

শিশুর জন্মের পর তার মাকেই খেয়ে ফেলার ঘটনা বিজ্ঞানে ম্যাটরিফেজি নামে পরিচিত। এমন নয় যে এরা এমন প্রাণি যে তাদের মানুষ সচরাচর দেখতেই পায়না। বরং মানুষের আশপাশেই তাদের দেখা যায়।


একটি হল মাকড়সা। মাকড়সাদের কিছু প্রজাতির মধ্যে নিজের মাকেই খেয়ে ফেলার চল রয়েছে। যার মধ্যে ক্র্যাব স্পাইডার এমন এক ধরনের মাকড়সা যাদের মধ্যে জন্মের পর শিশু তার মাকে খেয়ে ফেলে।

এদের জন্ম দেওয়ার পর মা মাকড়সা সদ্যজাতদের না ফোটা ডিমগুলি খেতে দেয়। সেই সব ডিম শেষ করে তারা তাদের মাকে খেতে শুরু করে।


সন্তানদের খাদ্য হওয়ার পর একসময় মা মাকড়সার দেহে আর শক্তি থাকেনা। একসময় মা মাকড়সাকে পুরোটাই হজম করে ফেলে তারই সন্তানরা।

মাকড়সা ছাড়া এই প্রবণতা কাঁকড়াবিছের ক্ষেত্রেও দেখা যায়। কাঁকড়াবিছেদের প্রবণতা হল তারা সন্তান প্রসবের পর তাদের পিঠে করে নিয়ে ঘোরে। সদ্যজাতরা মায়ের পিঠে চড়ে ঘোরার সময় খিদে পেলে মায়ের মাংসই খেতে থাকে।

এমন করে মা কাঁকড়াবিছে একসময় তারই সন্তানদের খাদ্য হয়ে যায়। এছাড়া আরও কয়েকটি পোকামাকড়ের মধ্যে এই প্রবণতা দেখতে পাওয়া যায়।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button