এই গ্রাম এশিয়াতেও সেরা, ভারতের গর্ব এই গ্রামের বিশেষত্ব মন ভাল করে দেয়
এ দেশে গ্রামের অভাব নেই। কিন্তু কয়েকটা হাতে গোনা গ্রাম নানা কারণে দেশের মুখ উজ্জ্বল করে। যেমন একটি গ্রাম দেশের মুখ উজ্জ্বল করেছে এশিয়া সেরা হয়ে।
এই গ্রামের বিশেষত্বই হল এই গ্রামে ঢুকলে মন ভাল হয়ে যায়। ভারতের পূর্ব প্রান্তের রাজ্য মেঘালয় তার চোখ জুড়িয়ে যাওয়া ছবির মত সৌন্দর্যের জন্য বিখ্যাত। এখানেই রয়েছে পাহাড় ঘেরা পূর্ব খাসি হিল জেলা। এই জেলায় অনেক গ্রাম রয়েছে। তবে তার একটি গ্রাম এশিয়ার সেরা।
মাওলাইনং নামে এই গ্রামটি ছবির মত সুন্দর তো বটেই, সেই সঙ্গে পরিচ্ছন্নও। এতটাই পরিচ্ছন্ন ও পরিস্কার এই গ্রাম যে তাকে দেশের সবচেয়ে পরিস্কার গ্রামের তকমা দেওয়া হয়েছে।
শুধু কি তাই! এই গ্রামের পরিচ্ছন্নতা এশিয়াতেও প্রসিদ্ধ। এই গ্রাম এশিয়ার সেরা পরিচ্ছন্ন গ্রামের তকমাও নিজের মুকুটে বিরল পালক হিসাবে পেয়েছে। যা ভারতের মুখও এশিয়া মহাদেশে উজ্জ্বল করেছে।
যেখানে এশিয়ার অনেক দেশই পরিচ্ছন্নতার প্রশ্নে ভারতের চেয়ে এগিয়ে সেখানে ভারতের একটি গ্রাম কিন্তু একটি গ্রামের পরিচ্ছন্নতার নিরিখে এশিয়া সেরা হয়েছে।
এই মাওলাইনং গ্রামের বাসিন্দারা গ্রামটিকে ছবির মত করে সাজিয়ে রেখেছেন। পরিস্কার করে রেখেছে। গ্রামের সব মানুষই খাসি জনজাতির। এই গ্রাম বিখ্যাত তার সুপুরির জন্য। গ্রামের প্রধান ফসলও সুপুরি। যা বিক্রি করে এই গ্রামের মানুষ রোজগার করেন।
এছাড়া এ গ্রামে আনারসেরও চাষ হয়। গ্রামের যাবতীয় বর্জ্য গ্রামের মানুষ বাঁশের তৈরি ডাস্টবিনে জমা করেন। তারপর একটি বড় গর্তে ফেলে দেন। সেখানে তা পচন ধরে ক্রমে সারে রূপান্তরিত হয়।
তাছাড়া গ্রামের প্রতিটি মানুষকেই গ্রামের পরিচ্ছন্নতার কাজে শরিক হতে হয়। গ্রামে ধূমপান নিষিদ্ধ। নিষিদ্ধ প্লাস্টিকের ব্যবহার। বর্ষার জলকে ধরে রাখা অর্থাৎ রেন ওয়াটার হার্ভেস্টিং এ গ্রামে বহুদিন ধরেই প্রচলিত। একটি ম্যাগাজিনের তরফে ২০০৩ সালে এই গ্রামটি এশিয়ার সেরা গ্রামের তকমা পেয়েছিল।