১০ হাজার ফুট উচ্চতায় ভাসমান অবস্থায় খাবারে মজলেন তরুণী
রয়েছেন ১০ হাজার ফুট উচ্চতায়। সেখান থেকে ক্রমশ নামছেন মাটির দিকে। সেখানে যে কেউ খাবারে মজে যেতে পারেন তা না দেখলে বিশ্বাস করা কঠিন।
এটাই প্রথম নয়। এর আগেও আকাশের বহু উপরে পৌঁছে সেখান থেকে ঝাঁপিয়ে পড়ার রোমহর্ষক কাজ তিনি করেছেন। স্কাইডাইভিং ওই তরুণীর নেশা। যা বহু মানুষের ভাবতেও বুক কাঁপে, তিনি সেই ঝাঁপিয়ে পড়া তাড়িয়ে উপভোগ করেন।
স্কাইডাইভিং পর্যন্ত ঠিক ছিল, অনেক মানুষ এমন অ্যাডভেঞ্চার স্পোর্টস পছন্দ করেন। তা বলে ১০ হাজার ফুট উচ্চতা থেকে নিচে পড়তে পড়তে কেউ বার্গার খেতে পারেন। তা মেজাজে উপভোগ করতে পারেন। রসনা তৃপ্তির সুখে হারিয়ে যেতে পারেন। তা ফ্লোরিডার বাসিন্দা ম্যাককেন্না নাইপকে না দেখলে বোঝাই যেত না।
ম্যাককেন্না একটি ক্যামেরায় তাঁর এই কাণ্ড রেকর্ড করেছেন। যা লাগানো ছিল তাঁর উইংস্যুটের সামনে। ম্যাককেন্না নাইপকে দেখা গেছে তিনি নিচের দিকে পড়তে পড়তে একটি বার্গারের প্যাকেট খুলে বার্গার বার করে খাচ্ছেন।
সে সময় পাশ দিয়ে উড়ে যাওয়া একটি যাত্রীবাহী বিমানের দিকে তাকিয়ে হাতও নাড়ছেন ম্যাককেন্না। যাত্রীরা কেউ সেই বার্গার চেখে দেখতে ইচ্ছুক কিনা তাও ইশারায় জিজ্ঞেস করতে দেখা যায় তাঁকে।
এরপর নিয়ম মেনেই ম্যাককেন্না নাইপ একটি জায়গা পর্যন্ত নেমে আসার পর পিঠে থাকা প্যারাসুট খুলে দেন। আর প্যারাসুট তার নিয়মে ওই তরুণীকে তাঁর উইংস্যুট থেকে বার করে টেনে ফের অনেকটা উঁচুতে নিয়ে চলে যায়।
যা পরে ধীরে ধীরে নেমে আসে পৃথিবীর মাটিতে। তবে ১০ হাজার ফুট উচ্চতা থেকে নিচে পড়ার সময় কেউ যে বার্গার চিবোতে পারেন তা দেখিয়ে দিলেন ম্যাককেন্না নাইপ।