৩৩৬ ঘণ্টা অনশনের পর জয়। শরীর দিচ্ছে না ঠিকই। কিন্তু মনে আনন্দের শেষ নেই। মনকে শক্ত করে গত ১৪ দিনের কঠিন লড়াইয়ের শেষে তাঁদের দাবি কার্যত মেনে নিয়েছে মেডিক্যাল কলেজ কাউন্সিল। অধ্যক্ষ অশোক ভদ্র সংবাদমাধ্যমকে জানিয়ে দিয়েছেন আপাতত নতুন হস্টেলের ২টি তলা পাচ্ছেন সিনিয়র পড়ুয়ারা। এদিনের এই জয়কে পড়ুয়ারা গণতন্ত্রের জয় হিসাবেই দেখছেন। ফলে অনশন তোলার পরই শুরু হয়ে যায় আনন্দোৎসব। মিষ্টি আর লাল আবীরে তখন হাসিমুখগুলোতে শুধুই প্রাণখোলা হাসি। লাল আবীরে চলছে অকাল হোলি।
যাঁরা অনশন করছিলেন তাঁদের মন চাইলেও শরীর সাথ দিচ্ছিল না। ফলে তাঁরা স্ট্রেচারে বসেই আনন্দে মাতলেন। সেই স্ট্রেচারেই তাঁদের নিয়ে আর বাকি অনশনকারীদের ভ্যানে বসিয়ে এরপর শুরু হয় কলেজ স্ট্রিটের রাস্তায় বিজয় উৎসব। পরে কলেজ চত্বরেও দীর্ঘক্ষণ উৎসবে মাতোয়ারা থাকেন পড়ুয়ারা।
(ছবি – সৌজন্যে – ফেসবুক)