হাতির জন্য আলাদা করে সুইমিং পুল তৈরি করছে মন্দির কর্তৃপক্ষ, খরচ ২৩ লক্ষ টাকা
কেবল একটি হাতি সেখানে স্নান করবে। তার জন্য একটা আস্ত সুইমিং পুল তৈরি করছে মন্দির কর্তৃপক্ষ। খরচ পড়ছে ২৩ লক্ষ টাকা।
দ্রুত কাজ এগোচ্ছে। যে দ্রুততার সঙ্গে সুইমিং পুলটি তৈরি হচ্ছে তাতে ২ সপ্তাহের মধ্যেই মন্দিরের হাতিটি সেখানে স্নান করতে পারবে। জলে নিজের মত সময় কাটাতে পারবে। একেবারেই তার নিজের হবে ওই সুইমিং পুল। সেখানে কেবল তারই অধিকার থাকবে।
তামিলনাড়ুর মাদুরাই শহরের বিখ্যাত মীনাক্ষী সুন্দরেশ্বরী আম্মান মন্দির। যা সকলের কাছে মীনাক্ষী মন্দির নামে খ্যাত। সেখানে মন্দির চত্বরে তৈরি হচ্ছে মন্দিরের হাতি পার্বতী-র জন্য সুইমিং পুল।
প্রসঙ্গত এ মন্দিরে পার্বতীই মা মীনাক্ষী রূপে পূজিতা হন। সেই নামেই হাতি। সে হাতি এখন ওই ব্যক্তিগত সুইমিং পুল নিজের মত করে ব্যবহার করবে।
মাদ্রাজ হাইকোর্ট কিছুদিন আগেই নির্দেশ দিয়েছে যে তামিলনাড়ুর যে সব মন্দিরের হাতি রয়েছে তাদের হাতিদের জন্য একটি মুক্তাঞ্চল দিতে হবে। যেখানে হাতিরা প্রকৃতির মাঝে স্বাধীনভাবে নিজের মত ঘুরে বেড়াতে পারবে।
ইতিমধ্যেই সুব্রহ্মণ্যম স্বামী মন্দিরের হাতি দৈবনাই-এর জন্য একটি হাঁটার আলাদা জায়গা তৈরি করে দিয়েছে মন্দির কর্তৃপক্ষ। সেখানে সে হাতি এখন নিজের মত বেড়িয়ে বেড়ায়।
অন্যদিকে কল্লাঝাগর মন্দিরের হাতি সুন্দরভল্লি যাতে মন্দিরের আমবাগানে নিজের মত ঘুরে বেড়াতে পারে সেজন্য অনুমতি চেয়ে মন্দিরের ডেপুটি কমিশনার মন্দিরের এইচআর বিভাগের কাছে চিঠি দিয়েছেন। প্রসঙ্গত সুন্দরভল্লি-র জন্য একটি সুইমিং পুল আগেই তৈরি করে দিয়েছে মন্দির কর্তৃপক্ষ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা