Entertainment

ধর্ষণের শিকার কোনও মহিলার চরিত্রে অভিনয় খুবই চ্যালেঞ্জিং, বললেন মীরা

একজন ধর্ষিতার চরিত্রে অভিনয় করা যে কতটা চ্যালেঞ্জিং তা তিনি বুঝতে পেরেছেন। ওই চরিত্রে অভিনয় করতে গিয়ে তিনি নিজে মানসিকভাবে আঘাত পেয়েছেন। এমনকি শ্যুটিং শেষ হওয়ার পর ওই চরিত্র থেকে বেরিয়ে আসতে তাঁর ভাল সময় লেগেছে। সহজে ওই মানসিক চাপ থেকে মুক্তি পাচ্ছিলেন না তিনি। এই চরিত্র অভিনয় করা তাঁর জন্য হৃদয়বিদারক। এই চরিত্রে অভিনয় করতে গিয়ে তাঁর বারবার মনে হয়েছে তাহলে কী ভয়ংকর পরিস্থিতির মধ্যে তাঁরা যান যাঁরা সত্যি সত্যি ধর্ষণের শিকার হন। অকপটেই একথা জানালেন ‘সেকশন ৩৭৫’ সিনেমায় ধর্ষিতার চরিত্রে অভিনয় করা মীরা চোপড়া।

মীরা জানিয়েছেন ‘সেকশন ৩৭৫’ সিনেমায় অভিনয় তাঁর জন্য একটি জীবন বদলে দেওয়ার মত অভিজ্ঞতা। হলে প্রকাশ হতে চলা এই সিনেমায় মীরা এক ধর্ষিতার চরিত্রে অভিনয় করছেন। ফলে সেই চরিত্রের সঙ্গে নিজেকে একাত্ম করতে হয়েছে তাঁকে। আর সেই সময় তিনি যে মানসিক পরিস্থিতির মধ্যে দিয়ে গেছেন সেটা প্রায় অকপটেই জানান মীরা। আপাতত তাঁর এই নতুন সিনেমার আত্মপ্রকাশের অপেক্ষায় ফুটছেন তিনি।


সিনেমাটি তৈরি হয়েছে মূলত আদালতের সওয়াল জবাবকে সামনে রেখে। যেখানে এক সরকারি আইনজীবী ধর্ষিতার জন্য সুবিচারের লড়াই লড়ছেন। এক সিনেমা প্রস্তুতকারকের ধর্ষণের শিকার এক তরুণীর জন্য আদালতে লড়াই করবেন রিচা চাড্ডা। তাঁর বিপক্ষে ওই সিনেমা প্রস্তুতকারকের আইনজীবীর চরিত্রে দেখা যাবে অক্ষয় খান্নাকে। সিনেমাটি মুক্তি পাচ্ছে আগামী ১৩ সেপ্টেম্বর।

ধর্ষিতার চরিত্রে অভিনয় করা মীরা চোপড়া মূলত দক্ষিণ ভারতীয় সিনেমার পরিচিত মুখ। তামিল, তেলেগু সিনেমায় ২০০৫ থেকে অভিনয় করছেন তিনি। অনেক সিনেমায় তাঁর অভিনয় করা হয়ে গেছে। হিন্দি সিনেমায় তাঁকে দেখা গেছে তুলনায় অনেক কম। হাতে গোনা কয়েকটি সিনেমায় সুযোগ পেয়েছেন মীরা। যারমধ্যে রয়েছে ‘গ্যাং অফ ঘোস্টস’, ‘১৯২০ লন্ডন’ এবং ‘কলঙ্ক’ সিনেমাগুলি। এবার সেকশন ৩৭৫-এ তাঁকে দেখা যাবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button