
জম্মু কাশ্মীরে সরকার গড়তে পিপলস ডেমোক্র্যাটিক পার্টি বা পিডিপির সঙ্গে জোটে সম্মতি দিল বিজেপি। ফলে পিডিপি নেত্রী মেহবুবা মুফতির জম্মু কাশ্মীরের পরবর্তী মুখ্যমন্ত্রী হওয়া এখন সময়ের অপেক্ষা। জম্মু কাশ্মীরের বিজেপি সভাপতি সাতপাল সিং এদিন জানান তাঁদের সব বিধায়কই মুফতির পাশে দাঁড়াতে প্রস্তুত। বিজেপি বিধায়ক নির্মল সিংকে বিজেপি-পিডিপি জোট সরকারে সহ-মুখ্যমন্ত্রী হিসাবে বেছে নিয়েছেন তাঁরা। বৃহস্পতিবারই পিডিপি তাদের নেত্রী হিসাবে মেহবুবা মুফতির নামে শীলমোহর দেয়। তারপর রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার জন্য বিজেপির সমর্থনটা ছিল শেষ হার্ডল। এদিন সেই ধাপও পেরিয়ে গেলেন মুফতি। গত ৭ জানুয়ারি মেহবুবা মুফতির বাবা তথা জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী মুফতি মহম্মদ সঈদের মৃত্যু হয়। তারপর থেকেই জম্মু কাশ্মীরে নতুন সরকার গঠন নিয়ে টানাপোড়েন চলছিল। সরকার গঠনে জটিলতার সৃষ্টি হওয়ায় ৯ জানুয়ারি থেকে সেখানে রাষ্ট্রপতি শাসন জারি হয়।