
জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী হিসাবে সোমবার শপথ গ্রহণ করলেন পিডিপি সভানেত্রী মেহবুবা মুফতি। এদিন তাঁর মন্ত্রিসভার ২৩ জন শপথ গ্রহণ করেন। শপথ গ্রহণ করান রাজ্যপাল এন এন ভোরা। ৫৬ বছর বয়সী মেহবুবা ভূস্বর্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী। গত ৭ জানুয়ারি জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী মুফতি মহম্মদ সঈদের মৃত্যু হয়। পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন তাই নিয়ে এর পর থেকেই পিডিপি ও শরিক বিজেপির মধ্যে শুরু হয় দরকষাকষি। শেষ অবধি গত ২৫ মার্চ বিজেপির সাথে সমঝোতায় পৌঁছয় পিডিপি নেতৃত্ব। চূড়ান্ত হয় প্রয়াত মুফতি কন্যা মেহবুবাই হবেন মুখ্যমন্ত্রী। ১ এপ্রিল ঘোষণা করা হয় মেহবুবার শপথ গ্রহণের দিন। এদিন তাঁর শপথ গ্রহণে জম্মু কাশ্মীরে ১১ সপ্তাহের অচলাবস্থার অবসান ঘটল।