যেভাবে তাঁর যাবতীয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও অন্যান্য সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে তাতে এই অবস্থায় তাঁর পক্ষে কোনও কর্মচারিকে মাইনে দেওয়া সম্ভব হচ্ছেনা। বকেয়া বেতনও এখনই মিটিয়ে দেওয়া যাচ্ছেনা। তিনি চাননা এই অবস্থায় তাঁর বা তাঁর সংস্থার সঙ্গে যুক্ত থেকে কর্মচারিরা সমস্যা ভোগ করুন। তাই তাঁর গীতাঞ্জলি গ্রুপের কর্মচারিরা যেন অন্যত্র নতুন চাকরি খুঁজে নেন। সমস্যা কিছুটা স্বাভাবিক হলে অবশ্যই তিনি সকলের বকেয়া বেতন মিটিয়ে দেবেন। অজ্ঞাতবাস থেকে চিঠি লিখে তাঁর কর্মচারিদের একথা জানালেন পিএনবি কাণ্ডের অন্যতম অভিযুক্ত মেহুল চোকসি।
পাশাপাশি মেহুল দাবি করেছেন, তাঁর বিরুদ্ধে পিএনবি নিয়ে মিথ্যা অভিযোগ এনে একটা ভীতিপ্রদ অবস্থার সৃষ্টি করা হয়েছে। অবস্থা ক্রমশ খারাপের দিকে যাচ্ছে। তাঁর সব দোকান, অফিসে হানা দেওয়া হচ্ছে। তদন্তকারী সংস্থার তরফে যে আতঙ্কের পরিস্থিতি তৈরি করা হয়েছে তাতে তিনি এবং তাঁর পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন।