পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের প্রায় ১২ হাজার কোটি টাকা প্রতারণার অভিযোগ ওঠে হিরে ব্যবসায়ী নীরব মোদী আর তাঁর মামা মেহুল চোকসির বিরুদ্ধে। মেহুলের নিজের গীতাঞ্জলি জুয়েলার্স নামে ব্যবসা রয়েছে। পিএনবি-র আর্থিক কেলেঙ্কারিতে নাম ওঠা মামা-ভাগ্নে বিদেশে আশ্রয় নেন। তাঁদের এখনও দেশে ফেরাতে পারেনি ইডি থেকে সিবিআই। মেহুল চোকসিকে ধরে দিতে এরপর ইন্টারপোলকে অনুরোধ জানায় সিবিআই। সিবিআইয়ের সেই অনুরোধের ভিত্তিতেই এবার মেহুল চোকসিকে ধরতে রেড কর্নার নোটিস জারি করল ইন্টারপোল।
রেড কর্নার নোটিস জারির পর ইন্টারপোল তাদের ১৯২টি সদস্য রাষ্ট্রের যেখানেই মেহুল লুকিয়ে থাকুন না কেন তাঁকে গ্রেফতার করতে সক্ষম। তাঁকে একবার গ্রেফতারের পর তারপর শুরু হবে তাঁকে ভারতে ফেরানোর যাবতীয় প্রস্তুতি। প্রসঙ্গত গত ফেব্রুয়ারি মাসেই নীরব মোদী ও মেহুল চোকসির বিরুদ্ধে ব্লু কর্নার নোটিস জারি করা হয়েছিল। এরপর জুলাইতে ইন্টারপোল নীরব মোদীকে ধরতে রেড কর্নার নোটিস জারি করে। এবার নীরবের মামা মেহুলের বিরুদ্ধেও জারি হল রেড কর্নার। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা