
রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্পের নগ্ন ছবি ঘিরে আপাতত তোলপাড় গোটা মার্কিন মুলুক। মার্কিন দৈনিক ট্যাবলয়েড নিউ ইয়র্ক পোস্টের প্রথম পৃষ্ঠায় রবিবার মেলানিয়ার নগ্ন ছবি ছাপা হয়। ভিতরের পাতায়ও তাঁর নগ্ন ফটোশ্যুটের ছবিও ছেপেছে তারা। আর তাতেই তোলপাড় গোটা আমেরিকা। উত্তেজক খবর ছাপায় সিদ্ধহস্ত বলে পরিচিত দৈনিকটির হেডলাইনে লেখা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্ভাব্য ফার্স্ট লেডিকে এভাবে কেউ আগে কখনও দেখেননি! ট্রাম্প তাঁর প্রচারে নিজেই বলেছিলেন মেলানিয়াই দেশের প্রথম মডেল ফার্স্ট লেডি হতে চলেছেন। সেই রেশ ধরেই এদিন ট্যাবলয়েডে ছবি ছাপিয়ে নিউ ইয়র্ক পোস্ট দাবি করেছে, এই ছবিগুলি তখনকার যখন মেলানিয়া মডেল ছিলেন। ১৯৯৫-তে ফ্রান্সের একটি পুরুষদের ম্যাগাজিনের জন্য এই ছবি তোলা হয়েছিল বলে দাবি করেছেন ছবিগুলি যিনি তুলেছিলেন সেই ফটোগ্রাফার। যদিও অস্বস্তি চেপে ডোনাল্ড ট্রাম্প তাঁর প্রতিক্রিয়ায় জানিয়েছেন, এই ছবিগুলি সেই সময়ে তোলা যখন তিনি মেলানিয়াকে দেখেনওনি, তাঁর সঙ্গে পরিচয়ও হয়নি। পাশাপাশি তাঁর দাবি, মেলানিয়া একজন সফল মডেল ছিলেন। আর এধরণের ছবি ইউরোপের ফ্যাশন দুনিয়ায় নতুন কিছু নয়, এমন একছার দেখা যায়।