ভয়ংকর হ্যারিকেনটা প্রশান্ত মহাসাগরের ওপর শক্তি বাড়াচ্ছিল কয়েকদিন ধরেই। আবহবিদরা জানিয়েও দিয়েছিলেন এই হ্যারিকেন মেক্সিকো উপকূলে আছড়ে পড়তে চলেছে। ক্যাটাগরি ৩-এর এই অতি ভয়ংকর হ্যারিকেন নিয়ে তাই আগে থেকেই সতর্ক ছিল মেক্সিকো প্রশাসন। প্রয়োজনীয় ব্যবস্থাও গ্রহণ করেছিল। উপকূল থেকে সরানো হয়েছিল মানুষজনকে। অবশেষে হ্যারিকেন উইল্লা আছড়ে পড়ল। স্থানীয় সময় মঙ্গলবার রাত ৮টা নাগাদ স্থলভূমিতে প্রবেশ করে উইল্লা। সিনালাও এলাকা দিয়ে স্থলভূমিতে প্রবেশ করার সময় ঝড়ের গতি ছিল ঘণ্টায় ১৯৫ কিলোমিটার। এই গতি থেকেই অনুমেয় যে ঝড়টা কতটা ভয়ংকর রূপ নিয়ে ঝাঁপিয়ে পড়ে মেক্সিকো উপকূলে।
সিনালাও, নায়ারিত, জালিসকো, দুরাঙ্গো ও জাকাতেকাস এলাকা ঝড়ের দাপটে সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছে। ঝড়ের সঙ্গে বয়ে এসেছে একটানা অঝোর বৃষ্টি। উইল্লার দাপটে জনজীবন সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়েছে। এখনও পরিস্কার হচ্ছে না উইল্লার জেরে কতটা ক্ষতির মুখে পড়তে হল মেক্সিকোকে।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)