মাঝ দিয়ে বয়ে গেছে একটা নদী। যা গুয়াতেমালা ও মেক্সিকোর সীমান্ত বলে ধরা হয়। তার ওপর ব্রিজে মোতায়েন পুলিশ। রয়েছে কাঁটাতারের বেড়াও। কিন্তু পায়ে হেঁটে পরিবার নিয়ে হন্ডুরাস থেকে চলে আসা শরণার্থীরা এসব বাধা মানতে নারাজ।
গত রবিবারই গুয়াতেমালা প্রশাসন তাঁদের কড়া হাতে আটকানোর চেষ্টা করে। ছোঁড়া হয় কাঁদানে গ্যাস। পাল্টা শরণার্থীরা ইট, পাথর ছুঁড়ে জবাব দেন।
এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই মেক্সিকোতে কাঁটাতারের বেড়া ভেঙে ঢুকে পড়েন শরণার্থীরা। অন্যদিকে এল সালভাদোর থেকেও বহু শরণার্থী পরিবার নিয়ে ভালভাবে বাঁচার আশায় আমেরিকামুখী হাঁটা শুরু করেছেন।
এল সালভাদোর হোক বা হন্ডুরাস, শরণার্থীদের লক্ষ্য কিন্তু মেক্সিকোতে ঢুকে পড়া নয়। বরং মেক্সিকো হয়ে তাঁরা পায়ে হেঁটেই পরিবার নিয়ে পৌঁছতে চান মার্কিন মুলুকে।
প্রাথমিকভাবে তাঁদের এই উদ্দেশ্যকে ভাল চোখে নেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনান্ড ট্রাম্প। প্রয়োজনে সীমান্তে সেনা মোতায়েনের কথাও জানান তিনি।
অন্যদিকে শরণার্থীরা এসবে ভয় পেতে নারাজ। তাঁদের লক্ষ্য একটাই। একটু ভাল ভাবে বাঁচার জন্য আমেরিকায় পৌঁছে যাওয়া। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা