বাড়িতে তখন বড় বলতে কেউ ছিলেন না। বাবা-মা ২ জনেই তখন কর্মসূত্রের বাড়ির বাইরে ছিলেন। বাড়িতে ছিল ২ থেকে ১৩ বছরের বাচ্চারা। যাদের মধ্যে ছিল ৫ ভাই-বোন, ১ তুতো ভাই ও ১ কিশোর। ওই কিশোরই ছিল অন্য খুদেদের দেখভালের দায়িত্বে। এই ৭ জনেরই মর্মান্তিক মৃত্যু হল। তখনও ভোরের আলো ফোটেনি। ঘড়িতে স্থানীয় সময় ভোর ৫টা। এমন সময় আচমকাই মেক্সিকোর ইজতাপালাপা শহরের ওই বাড়িতে আগুন ধরে যায়। প্রায় গোটা বাড়ি দাউ দাউ করে জ্বলতে থাকে। দ্রুত হাজির হয় দমকল। আগুন নেভানোর পর দমকলকর্মীরাই ওই ৭টি বাচ্চার দেহ উদ্ধার করেন। সকলের দেহই ঝলসে গিয়েছিল।
কেন আগুন লাগল তা পরিস্কার নয়। তবে অনুমান করা হচ্ছে কনকনে ঠান্ডা থেকে বাঁচতে হয়তো বাড়িতেই আগুন ধরিয়ে নিজেদের গরম রাখার চেষ্টা করছিল ওই বাচ্চারা। তখনই আগুনের শিখা তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। গ্রাস করে গোটা বাড়ি। সেই আগুনেই ঝলসে মৃত্যু হয় ৭টি বাচ্চার।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)