তেলের পাইপলাইনে বিস্ফোরণ হয়ে মৃত্যু হল ৭১ জনের। আহত কমপক্ষে ৭৬ জন। তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের হাসপাতালে চিকিৎসা চলছে। ঘটনাটি ঘটেছে মেক্সিকোর হিডালগো রাজ্যের লাউহুলিপান শহরে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে পাইপলাইন থেকে তেল চুরি করতে গিয়ে সেখানে ফাটল ধরানো হয়েছিল। আর সেই ফাটল থেকেই বিস্ফোরণ ঘটে। ভয়ংকর বিস্ফোরণে গোটা শহর চমকে ওঠে।
প্রশাসনের তরফে জানানো হয়েছে যখন বিস্ফোরণ ঘটে তখন সেখানে পাইপলাইনের ফাটল থেকে বেরিয়ে আসা তেল নেওয়ার জন্য আমজনতার হুড়োহুড়ি পড়ে গিয়েছিল। তখনই বিস্ফোরণ হয়। আগুনে অনেকের দেহ জ্বলতে থাকে। আগুন লাগা অবস্থাতেই ছুটোছুটি করতে থাকেন তাঁরা, যা সিসিটিভিতে ধরাও পড়েছে।
এই ঘটনার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে যখন পাইপলাইনে ফাটল ছিল, সেখান থেকে তেল সংগ্রহ চলছিল, তখন কেন আগেই প্রশাসন ব্যবস্থা নিলনা? মেক্সিকোর প্রেসিডেন্ট জানিয়েছেন, যে তেল চোরদের জন্য এই ঘটনা ঘটেছে তাদের খুঁজে বার করা হবে।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)