World

গায়ে আগুন নিয়ে ছুটলেন বহু মানুষ, মৃত ৭১

তেলের পাইপলাইনে বিস্ফোরণ হয়ে মৃত্যু হল ৭১ জনের। আহত কমপক্ষে ৭৬ জন। তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের হাসপাতালে চিকিৎসা চলছে। ঘটনাটি ঘটেছে মেক্সিকোর হিডালগো রাজ্যের লাউহুলিপান শহরে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে পাইপলাইন থেকে তেল চুরি করতে গিয়ে সেখানে ফাটল ধরানো হয়েছিল। আর সেই ফাটল থেকেই বিস্ফোরণ ঘটে। ভয়ংকর বিস্ফোরণে গোটা শহর চমকে ওঠে।

প্রশাসনের তরফে জানানো হয়েছে যখন বিস্ফোরণ ঘটে তখন সেখানে পাইপলাইনের ফাটল থেকে বেরিয়ে আসা তেল নেওয়ার জন্য আমজনতার হুড়োহুড়ি পড়ে গিয়েছিল। তখনই বিস্ফোরণ হয়। আগুনে অনেকের দেহ জ্বলতে থাকে। আগুন লাগা অবস্থাতেই ছুটোছুটি করতে থাকেন তাঁরা, যা সিসিটিভিতে ধরাও পড়েছে।


Mexico
বিস্ফোরণ স্থলে পড়ে রয়েছে জুতো, পার্স ও অন্যান্য জিনিস, ছবি – আইএএনএস

এই ঘটনার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে যখন পাইপলাইনে ফাটল ছিল, সেখান থেকে তেল সংগ্রহ চলছিল, তখন কেন আগেই প্রশাসন ব্যবস্থা নিলনা? মেক্সিকোর প্রেসিডেন্ট জানিয়েছেন, যে তেল চোরদের জন্য এই ঘটনা ঘটেছে তাদের খুঁজে বার করা হবে।

Mexico
আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে, ছবি – আইএএনএস

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button