সূর্যের করোনা থেকে নামকরণ হয়েছিল করোনা। সেই নামেই বিখ্যাত হয়েছিল করোনা বিয়ার। এই পানীয় তৈরি হয় মেক্সিকোয়। মেক্সিকোরই সংস্থা। কিন্তু এর বিক্রি সবচেয়ে বেশি আমেরিকায়। আমেরিকায় যত ধরনের বিয়ার বিক্রি হয় তার মধ্যে বিক্রির নিরিখে তৃতীয় স্থানে রয়েছে এই করোনা এক্সট্রা বিয়ার। গত জানুয়ারিতেও তার যথেষ্ট বিক্রি ছিল। কিন্তু নিছক নামের ফেরে আপাতত সেই করোনা এক্সট্রা বিয়ার ছুঁয়েও দেখছেন না কেউ।
চিন থেকে ছড়ানো করোনা ভাইরাস এখন সারা বিশ্বেই ছড়িয়েছে। আমেরিকাও তার কোপ থেকে বাদ যায়নি। আমেরিকাতেও করোনা ভাইরাসে আক্রান্ত পাওয়া গিয়েছে। ফলে করোনা নিয়ে একটা প্রবল আতঙ্ক কাজ করছে। যদিও এই ব্যাধি করোনা ভাইরাসের থেকে ছড়াচ্ছে। যার সঙ্গে লতায় পাতায় কোনও সম্পর্ক নেই করোনা বিয়ারের। কিন্তু ওই নামই কেড়ে নিয়েছে তার যাবতীয় চাহিদা। হুহু করে পড়ছে করোনা বিয়ারের চাহিদা।
আমেরিকা জুড়ে এভাবে লাফিয়ে লাফিয়ে বিক্রিতে পতনে মাথায় হাত পড়েছে উৎপাদক সংস্থার। কিন্তু মানুষ আর যে বিয়ারই কিনুন না কেন করোনা বিয়ার কিনছেন না। যদিও তার সঙ্গে করোনা ভাইরাসের কোনও সম্পর্ক নেই। এমনকি দেখা যাচ্ছে করোনা বিয়ার ভাইরাস বা বিয়ার করোনা ভাইরাস বলে ইন্টারনেটে প্রচুর সার্চ হচ্ছে। অনেকেই এই বিয়ারের নামের সঙ্গে করোনা ভাইরাসকে গুলিয়ে ফেলেছেন। যার ফলে আপাতত উৎপাদন বন্ধ হওয়ার জোগাড় হয়েছে করোনা বিয়ারের। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা