একের পর এক বিস্ফোরণের আওয়াজ হয়েই চলেছে। চারিদিকে নিজের মত ফেটে চলেছে রংবেরংয়ের বাজি। দাউ দাউ করে জ্বলছে গোটা বাজার। আগুনে ঝলসে যাচ্ছে মানুষের শরীর। আতঙ্কে যে যেদিকে পারছেন ছুটছেন। কিন্তু তাতেও শেষরক্ষা হয়নি। আগুনে ঝলসে মৃত্যু হয়েছে ৩১ জনের। ৭২ জনের অবস্থা আশঙ্কাজনক। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মেক্সিকো সিটি থেকে থেকে ৩২ কিলোমিটার দূরে পাহাড়ঘেরা তুলতেপেক এলাকায়। এখানেই রয়েছে মেক্সিকোর সবচেয়ে বড় বাজি বাজার। মেক্সিকোতে ক্রিসমাস ও নিউ ইয়ারে প্রচুর বাজি পোড়ানোর রেওয়াজ বহুদিনের। ফলে ডিসেম্বরের শেষের দিকে বাজি বাজার থাকে জমজমাট। বহু মানুষ ভিড় জমান বাজি কেনার জন্য। যখন আগুন লাগে তখনও ক্রেতা বিক্রেতার ভিড় ছিল চোখে পড়ার মতন। এদিকে উদ্ধারকারী দলের প্রধান দাবি করেছেন, পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকাতেই আগুন এতটা ছড়িয়ে পড়ে। আগুন লাগার প্রকৃত কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। এর আগেও এই বাজার আগুনে ভস্মীভূত হয়েছে। তারপরও অগ্নিনির্বাপণ নিয়ে প্রশাসনের টনক না নড়ায় অবাক অনেকেই।