ভিনগ্রহের প্রাণিরা কি সত্যিই আছে, ২টি এলিয়েন জীবাশ্ম চমকে দিল বিশ্বকে
অন্য গ্রহের জীবরা পৃথিবীতে আসে। এমন দাবি বারবার শোনা গেছে। কিন্তু তার কোনও বৈজ্ঞানিক প্রমাণ এখনও নেই। সেই চর্চায় এবার ঘৃতাহুতি দিল ২টি এলিয়েন জীবাশ্ম।
অন্য গ্রহে জীব আছে না নেই? তারা থাকলে পৃথিবীতে আসে, না আসেনা? কেউ বলেন তাঁরা এলিয়েন দেখেছেন। কেউ বলেন তাঁরা ভিনগ্রহের যান দেখেছেন। কিন্তু এর শক্তিশালী অকাট্য প্রমাণের এখনও অভাব রয়েছে। তবে এখনও এই এলিয়েন নিয়ে চর্চা হয়েই চলেছে। এমনকি এও শোনা যাচ্ছে ভিনগ্রহ থেকে নাকি সিগনালও আসছে।
এইসব চর্চার মাঝেই কার্যত গোটা বিশ্বকে চমকে দিল মেক্সিকো কংগ্রেস। তারা ২টি এলিয়েনের মৃতদেহ সামনে এনেছে। যা মনে করা হচ্ছে, এই ২টি এলিয়েন জীবাশ্ম ১ হাজার বছর পুরনো।
কিন্তু এই ২টি এলিয়েন দেহ কার্যত সকলকে হতবাক করে দিয়েছে। ভিনগ্রহের জীবরা যেমন দেখতে হয় বলে অনুমান করা হয়, এই ২টি মৃতদেহ হুবহু সেইরকম দেখতে। সোশ্যাল সাইটেও এই ছবি বিশ্বজুড়ে তোলপাড় ফেলে দিয়েছে।
এই দেহ ২টি পেরুর একটি খনিতে পাওয়া গিয়েছে বলে দাবি করা হয়েছে। যা খনির মধ্যে জীবাশ্মের আকারে ছিল। সেই মানুষের নয় এমন ২টি জীবাশ্ম উদ্ধারের পর তার ডিএনএ পরীক্ষাও হয়েছে।
পরীক্ষায় দেখা গেছে ৩০ শতাংশ ডিএনএ একেবারেই অচেনা। যা ভিনগ্রহের জীবের তত্ত্বকে আরও শক্তিশালী করেছে। এমনকি একটি দেহের মধ্যে একটি ডিমও দেখতে পাওয়া গিয়েছে। যা এক্স-রে-তে ধরা পড়েছে।
এই ২টি জীবাশ্ম কিন্তু এখন বিশ্বজুড়ে হইচই ফেলে দিয়েছে। বিশ্বের প্রায় সব সংবাদমাধ্যমই এই খবর শিরোনামে তুলে এনেছে। যা ভিনগ্রহের জীবের পৃথিবীতে আসা যাওয়ার তত্ত্বকে আরও শক্তিশালী করে তুলেছে।