
রাশিয়ার ১টি এমআই-৮ হেলিকপ্টারকে সিরিয়ায় গুলি করে নামান হয়েছে। সোমবার একথা স্বীকার করেছে ক্রেমলিন। হেলিকপ্টারে থাকা ৫ রাশিয়ান ত্রাণকর্মীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে রাশিয়ার সেনাবাহিনী। যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার আলেপ্পো শহরে ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য যাচ্ছিল হেলিকপ্টারটি। কিন্তু তার আগেই ইদলিব প্রদেশে হেলিকপ্টারে গুলি ছোঁড়া হয়। আকাশেই হেলিকপ্টারে আগুন ধরে যায়। রাশিয়ার সেনাবাহিনীর তরফে জানান হয়েছে হেলিকপ্টারে আগুন লাগার পরও চালক কপ্টারটিকে জনবসতির থেকে দূরে নিয়ে যান। যাতে কপ্টারটি ভেঙে পড়ে বহু মানুষের মৃত্যু না হয়। তবে ঠিক কারা হেলিকপ্টারটিকে গুলি করে নামিয়েছে তা এখনো স্পষ্ট নয় বলেই জানিয়েছে ক্রেমলিন।