Entertainment

বেসিক ইন্সটিংক্ট সিনেমায় মিলন দৃশ্য নিয়ে অজানা কথা জানালেন মাইকেল ডগলাস

‘বেসিক ইন্সটিংক্ট’ এমন এক সিনেমা যা ৯০-এর দশকে তোলপাড় ফেলে দিয়েছিল। সেই সিনেমার অন্যতম অভিনেতা মাইকেল ডগলাস এতদিন পর জানালেন মিলন দৃশ্য নিয়ে অজানা কথা।

১৯৯২ সালে মুক্তি পায় বেসিক ইন্সটিংক্ট। এই হলিউড সিনেমা কার্যত গোটা বিশ্বে তোলপাড় ফেলে দিয়েছিল। গল্প থেকে শুরু করে যেভাবে মিলন দৃশ্যের ব্যবহার করা হয়েছিল, তা গোটা বিশ্বের কাছে এক নতুনত্বের ছোঁয়া দিয়েছিল।

শ্যারন স্টোনের অনবদ্য অভিনয় এবং তাঁর সঙ্গে পাল্লা দিয়ে মাইকেল ডগলাস, এই রসায়ন সাড়া ফেলে দিয়েছিল। সেই মাইকেল ডগলাস ওই সিনেমার মিলন দৃশ্যগুলি নিয়ে এবার মুখ খুললেন।


Sharon Stone
ফাইল : শ্যারন স্টোন, ছবি – আইএএনএস

মাইকেল বলেন সিনেমাটি কান ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হয়েছিল। যেখানে সিনেমার মিলন দৃশ্যগুলি দেখে ফ্রান্সের দর্শকরাও হতবাক হয়ে গিয়েছিলেন।

গ্র্যান্ড পালাইস-এর বিশাল পর্দায় মিলন দৃশ্যগুলি দেখে রীতিমত উচ্ছ্বসিত ছিলেন দর্শকরা। যা নিয়ে জোর চর্চাও করেন সকলে। যা সিনেমার অভিনেতা অভিনেত্রীদের অবাক করে দিয়েছিল। যে ফ্রান্সের মানুষও এই সিনেমার মিলন দৃশ্য নিয়ে আলাদা করে কথা বলছেন।


কানেই এই সিনেমার প্রিমিয়ার হয়েছিল। তারপরটা ইতিহাস। বেসিক ইন্সটিংক্ট পৃথিবীর যে প্রান্তেই দেখানো হয়েছে সেখানেই হাউসফুল গিয়েছে। খোদ কলকাতাতেও সে সময় বেসিক ইন্সটিংক্ট দিনের পর দিন হাউসফুল গেছে।

পুলিশের জিজ্ঞাসাবাদের সময় সাদা পোশাকে শ্যারন স্টোনের সেই বিখ্যাত ঝলক আজ ৩২ বছর পরও চর্চার বিষয় হয়ে রয়ে গেছে। এখানেই সিনেমার সাফল্য যে সেই সিনেমার নানা দৃশ্য নিয়ে আজও চর্চা হয়ে চলেছে। বেসিক ইন্সটিংক্ট হলিউডের হাতেগোনা কিছু বিখ্যাত সিনেমার তালিকায় নিজের জায়গা করে নিয়েছিল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button