মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা-র স্ত্রী মিশেল ওবামা যেখানেই বক্তব্য রেখেছেন শ্রোতারা মুগ্ধ হয়ে শুনেছেন। সেই মিশেল ওবামা এবার জিতে নিলেন বিশ্বের অন্যতম সেরা সম্মান গ্র্যামি। সেরা স্পোকেন ওয়ার্ড অ্যালবামের জন্য এই বিরল কৃতিত্ব অর্জন করলেন মিশেল। তাঁর আত্মজীবনীকে স্পোকেন ওয়ার্ড অ্যালবাম ‘বিকামিং’ নামে সামনে এনেছিলেন মিশেল। যা অচিরেই বেস্টসেলিং হয়ে যায়। এই অ্যালবামের কথায় মুগ্ধ হন মানুষ।
অ্যালবামটির আরও একটি বিশেষত্ব রয়েছে। যেহেতু পুরোটাই পাঠের মধ্যে দিয়ে তুলে ধরা হয়েছে। তাই তা পাঠ করার নৈপুণ্য অনেকটা নির্ভর করছিল বিকামিং-এর সাফল্যের জন্য। আর সেই পাঠের জন্য মিশেল বেছে নেন আর কেউ নন, স্বয়ং তাঁর স্বামী তথা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট বারাক ওবামাকে। বারাক ওবামার পাঠ শুনেও মুগ্ধ সকলে।
মিশেল ওবামা এর আগেও অবশ্য গ্র্যামি নমিনেশন পান ২০১৩ সালে। কিন্তু সেবার গ্র্যামি জিততে পারেননি। এবার পারলেন। তাঁর সঙ্গে লড়াইয়ে ছিলেন মিশেল ডায়মন্ড ও অ্যাডাম হোরোভিৎজ। কিন্তু তাঁদের পিছনে ফেলে গ্র্যামি জিতলেন মার্কিন মুলুকের প্রাক্তন ফার্স্ট লেডি মিশেল ওবামা।
প্রসঙ্গত বারাক ওবামা আগেই গ্র্যামি পেয়েছেন। রাজনৈতিক বিজেতা হিসাবে জিতেছেন এই বিরল সম্মান। ওবামা ছাড়াও প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার ৩ বার এই সম্মান জিতেছেন। গ্র্যামি পেয়েছেন বিল ক্লিনটন, জন এফ কেনেডি ও রুজভেল্ট-এর মত মার্কিন প্রেসিডেন্টরা। এছাড়া বিল ক্লিনটনের স্ত্রী হিলারি ক্লিনটনও এই পুরস্কার জিতেছেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা