৭০ বছর পুরনো প্রেমপত্র নিয়ে হন্যে হয়ে ঘুরছেন এক ব্যক্তি
তাঁর হাতে রয়েছে ৭০ বছরের পুরনো এক প্রেমপত্র। যা তাঁর মতে বড়ই আবেগপূর্ণ লেখায় ভরা। আপাতত সেই চিঠি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন ওই ব্যক্তি।
চিঠিটি ৭০ বছর আগে লেখা। এক সেনা আধিকারিক তা লিখেছিলেন তাঁর প্রেমিকাকে। চিঠিতে বুঝিয়েছিলেন তিনি তাঁর প্রেমিকাকে কতটা ভালবাসেন। লিখেছিলেন বাড়ি ফিরে তিনি তাঁকে বিয়ে করবেন। এমনকি নিজেদের মধ্যে হওয়া মতান্তর নিয়ে ওই সেনা আধিকারিক চিঠিতে ক্ষমা চেয়ে নিয়েছিলেন প্রেমিকার কাছে।
এই প্রেমের আবেগে ভরা চিঠিটি এক ব্যক্তি উদ্ধার করেন একটি যন্ত্রপাতি রাখার বাক্স থেকে। যে বাক্সটি অত্যন্ত পুরনো এবং সেই বাক্সটি তিনি একটি নিলাম ঘর থেকে কিনেছিলেন।
সেই বাক্সের মধ্যে ছিল একটি ড্রয়ার। সেই ড্রয়ারের মধ্যে থেকে তিনি ওই ৭০ বছরের পুরনো প্রেমপত্রটি উদ্ধার করেন। তারপর সেটি পড়ার পর তিনি স্থির করেন যে সেটি তিনি ফিরিয়ে দেবেন ওই পরিবারের হাতে।
৭০ বছরের পুরনো প্রেম। ফলে তাঁদের ছেলেমেয়ে বা নাতি নাতনিদের পেলেও তিনি সেই চিঠি তাঁদের হাতে তুলে দেবেন। যাতে তাঁরা সেই চিঠি সযত্নে রাখতে পারেন।
কারণ এ চিঠি তাঁর নিজের কাছে রেখে দিয়ে কোনও লাভ নেই। কিন্তু ওই পরিবারের কাছে এই চিঠি অমূল্য। তাই আপাতত মিশিগানের বাসিন্দা ওই ব্যক্তি হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছেন ওই পরিবারের কাউকে।
চিঠিতে লেখা ঠিকানা ধরেই খোঁজ শুরু করেছেন তিনি। প্রেম দিবস সবে গিয়েছে। এই সময়ই এমন এক ৭০ বছর পুরনো প্রেমপত্র প্রাপ্তি এক বিরল সংযোগই বটে।