৭ বছর পর ফুটল অপরূপ বিরল ফুল, এলাকায় ছড়াচ্ছে দুর্গন্ধ
৭ বছর পর এক বিরল ফুল অবশেষে তার পাপড়ি মেলেছে। যা দেখতে ভিড় জমছে। তবে তার সঙ্গে এলাকা জুড়ে ছড়াচ্ছে দুর্গন্ধও।
৭ বছরে তার দেখা মেলেনি। এবারও তার দেখা মিলবেই এমনটাও নিশ্চিত করে কেউ বলতে পারেননি। তবে এবছর সেই ফুল ফুটল।
কর্পস ফ্লাওয়ার হিসাবে পরিচিত এই ফুল যেমন অতিকায়, তেমনই অপরূপ। একটি মানুষের চেয়েও লম্বা এই ফুল দেখতে ভারী সুন্দর।
হলুদ আর মেরুন রঙের এই ফুলটি নিয়ে মানুষের উৎসাহের অন্ত নেই। একাধারে ফুলটি যেমন সুন্দর, তেমনই সে ফুটলে আশপাশে টেকা দায় হয়।
ফুল সুবাস ছড়ায় বলেই জানেন সকলে। কিন্তু এ ফুল সুবাস নয়, দুর্গন্ধ ছড়ায়। যার চড়া দুর্গন্ধ ছড়িয়ে পড়ে আশপাশেও। তাই এ ফুল দেখার ইচ্ছেও ছাড়া যায়না, আবার বেশিক্ষণ তার আশপাশে থাকাও যায়না।
৭ বছর পর এই কর্পস ফুল বা অ্যামোরফোফ্যালাস টাইটানাম ফুটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান কলেজে। যে নার্সারিতে ফুলটি ফুটেছে সেখানে এখন সারাক্ষণই ছাত্রছাত্রীদের যাতায়াত লেগে আছে। তাঁরা ছবিও তুলে রাখছেন ফুলটির। পরে সে কবে ফুটবে তা কে জানে!
এই ফুলটি কিন্তু মার্কিন মুলুকের ফুল নয়। এ ফুল আদপে ইন্দোনেশিয়ার আদি বাসিন্দা। পচা মাছের মত গন্ধযুক্ত এই ফুল একবার ফোটার পর দ্বিতীয়বার ফুটতে ১০ বছরের ওপরও লাগিয়ে দিতে পারে।
অতিবিরল প্রজাতির ফুলের তালিকায় পড়ে এই কর্পস ফ্লাওয়ার। মিশিগান কলেজে যে ফুলটি ফুটেছে সেটি প্রথমবার ফুটল। তার চারা ৭ বছর আগে আনা হয়েছিল। ৭ বছর পর প্রথম ফুল ধরল।