ক্যাব দাঁড় করিয়ে ব্যাঙ্ক লুঠ করে ওই গাড়িতেই বাড়ি ফিরল ডাকাত
ব্যাঙ্ক লুঠ করতে যাওয়ার জন্য উবার বুক করে এক ব্যক্তি। গাড়িটি ব্যাঙ্কের বাইরে দাঁড় করিয়ে ব্যাঙ্ক লুঠ করে বাড়ি ফেরে ওই গাড়িতেই।
যে কোনও প্রয়োজনে দূরে কোথাও যাওয়ার জন্য অনেকেই অ্যাপ ক্যাবে ভরসা করেন। যার তালিকায় সামনের সারিতেই রয়েছে উবার সংস্থা। সেই উবারই বুক করে এক ব্যক্তি। বুক করার পর গাড়ি তার বাড়ির সামনে হাজির হয়।
ওই মধ্যবয়সী ব্যক্তি গাড়িতে চড়ে বসে। তারপর একটি ব্যাঙ্কের সামনে পৌঁছে দিতে বলে। ব্যাঙ্কের সামনে পৌঁছলে ওই ব্যক্তি গাড়ি থেকে নামার সময় ওই উবার চালককে একটু অপেক্ষা করতে বলে। ব্যাঙ্কের কাজ সেরে সে সেক্ষেত্রে তাঁর গাড়িতেই বাড়ি ফিরে যাবে।
উবার চালক রাজি হয়ে যান। তিনি ব্যাঙ্কের সামনেই অপেক্ষা করতে থাকেন। ওই ব্যক্তি ব্যাঙ্কে প্রবেশ করে কিছুটা সময় পর বেরিয়ে আসে। তারপর ওই উবারে চড়ে বাড়িও ফিরে যায়।
উবার চালক জানতেও পারেননি মাঝে কি ঘটে গেছে! জানলেন যখন তাঁর কাছে পুলিশ হাজির হল। পুলিশ এসে তাঁকে জিজ্ঞাসাবাদ করায় তিনি জানান এক ব্যক্তি তাঁকে ব্যাঙ্কের সামনে দাঁড় করিয়ে ব্যাঙ্কের কাজ সেরে বেরিয়ে আসে। তারপর ওই গাড়িতেই বাড়িও ফেরে।
পুলিশ উবার চালকের সাহায্যে বাড়ি চিনে পৌঁছে যায় সেখানে। তারপর হাতেনাতে গ্রেফতার করে ওই ব্যক্তিকে। পরে উবার চালক জানতে পারেন, জেসন ক্রিসমাস নামে ওই মধ্যবয়সী ব্যক্তি তাঁকে নিয়ে ব্যাঙ্কে কাজে যায়নি, ব্যাঙ্ক লুঠ করতে গিয়েছিল।
চালককে বাইরে অপেক্ষা করতে বলে ব্যাঙ্ক লুঠ করে বেরিয়ে ফের তাঁর গাড়িতেই বাড়ি ফেরে জেসন। ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগানে।
মার্কিন যুক্তরাষ্ট্রের ফক্স ২ সহ বিভিন্ন সংবাদমাধ্যমে এই ঘটনা প্রকাশিত হলে গোটা বিশ্ব জানতে পারে এক বেপরোয়া ডাকাতের এই কাহিনি।