৩ দিকে জল দিয়ে ঘেরা মাইক্রোনেশিয়ার ওয়েনো বিমানবন্দর। দক্ষিণ প্রশান্ত মহাসাগরের ওপর ছড়িয়ে আছে অজস্র ছোট বড় দ্বীপ। তৈরি হয়েছে অনেক দ্বীপরাষ্ট্র। তারই একটি মাইক্রোনেশিয়া। এখানেই শুক্রবার স্থানীয় সময় সকাল সাড়ে ৯টা নাগাদ অবতরণ করছিল এয়ার নিউগিনি-র একটি যাত্রীবাহী বিমান। আচমকা সেটি রানওয়েতে না নেমে কিছুটা দূরে নামে। তারপর হড়কে চলে যায় পাশে সমুদ্রের ধারের অগভীর লেগুনে। সেখানে কোমরজলে আটকে যায় বিমানটি। এই কাণ্ড দেখে হতবাক আশপাশের বাসিন্দারা দ্রুত ছোট ছোট ডিঙি নিয়ে যাত্রীদের উদ্ধারে নেমে পড়েন। যাত্রীরাও তখন প্রাণ বাঁচাতে নোনা জলে সাঁতার কাটতে শুরু করেছেন। মোট ৩৫ জন যাত্রী ও ১২ জন বিমানকর্মীকে উদ্ধার করেন তাঁরা। এমন দুর্ঘটনার পরও বরাতজোরে অক্ষত বিমানের সকলে। কেবল আতঙ্ক পেয়ে বসেছে তাঁদের।
বিমান নামার সময় সেখানে প্রবল বৃষ্টি হচ্ছিল। তার ফলে দৃশ্যমানতা কমে যাওয়াতেই কী দুর্ঘটনা? এখনও সে বিষয়ে বিমান সংস্থার তরফে কিছু খোলসা করা হয়নি।