জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহারের পর পাকিস্তানের আচরণে ভারত সে দেশের সঙ্গে যাবতীয় শিল্প ও সামাজিক সম্পর্ক ছিন্ন করেছে। তারপরও গত ৮ অগাস্ট পাকিস্তানের করাচিতে এক ধনকুবেরের মেয়ের বিয়ে উপলক্ষে সেখানে গান গেয়ে আসেন ভারতীয় সঙ্গীত শিল্পী মিকা সিং। আদনান আসাদ নামে এই ধনকুবের আবার পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট পারভেজ মুশারফের নিকট আত্মীয়। তাঁর মেয়ের বিয়েতে ১৪ জনের দল নিয়ে গিয়ে অনুষ্ঠান করে আসেন মিকা। এছাড়াও মিকাকে পাকিস্তানের ৩টি শহর করাচি, লাহোর ও ইসলামাবাদে অনুষ্ঠান করার জন্য ৩০ দিনের ভিসা দিয়েছে পাকিস্তান। মিকার এভাবে করাচিতে গিয়ে গান গেয়ে আসাকে দেশ বিরোধী কাজ হিসাবে দেখছে অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন।
অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন চিঠি দিয়ে সাফ জানিয়ে দিয়েছে তারা এই কাজের জন্য মিকা সিংকে ভারতীয় সিনেমা জগত থেকে বহিষ্কার করছে। তাঁকে ব্যান করা হচ্ছে, বয়কট করা হচ্ছে। এক পাকিস্তানি সাংবাদিক মিকা সিংয়ের ওইদিনের অনুষ্ঠানের একটি ৩০ সেকেন্ডের ভিডিও ক্লিপ ট্যুইট করেন। তারপরই বিষয়টি নজরে আসে। এরপর এদিন মিকা সিংয়ের বিরুদ্ধে চরম সিদ্ধান্ত গ্রহণ করল অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন।
এরফলে যেসব সিনেমায় তিনি গান গাইতে চলেছেন সেখানে আর গান গাইতে পারবেন না মিকা। ভারতীয় কোনও মিউজিক কোম্পানির সঙ্গে তাঁর আর যোগাযোগ থাকবেনা। কোনও চুক্তিও থাকবেনা। এমনকি কোনও অনলাইন মাধ্যমেও তিনি ভারতে বসে কোনও কাজ করতে পারবেন না। অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন আরও পরিস্কার করে জানিয়ে দিয়েছে, তারা এই সিদ্ধান্ত লিখিতভাবে জানানোর পরও যদি আগামী দিনে ভারতীয় সিনেমা জগতের কেউ মিকার সঙ্গে কাজ করেন তাহলে তাঁর বা ওই সংশ্লিষ্ট সংস্থার বিরুদ্ধেও পদক্ষেপ নেবে সংগঠন।
এমন কঠোর সিদ্ধান্তের কারণ হিসাবে সংগঠনের তরফে জানানো হয়েছে, যখন ২ দেশের মধ্যে সম্পর্ক তলানিতে, উত্তেজনা চলছে, তখন দেশের সম্মানের চেয়ে মিকা অর্থ উপার্জনকে বড় করে জায়গা দিয়েছেন। দেশের সম্মানের চেয়ে তাঁর কাছে টাকা বড় হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা