বেশ কিছুদিন পর ফের সিনেমা তৈরিতে ফিরছেন মীরা নায়ার। এবার তিনি সিনেমা বানাচ্ছেন এক বিখ্যাত উপন্যাস অবলম্বনে। বিক্রম শেঠের লেখা ‘অ্যা সুটেবল বয়’-কে বইয়ের পাতা থেকে এবার সিনেমার পর্দায় আনছেন তিনি। যার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। চলছে স্ক্রিপ্টের ওপর শেষ আঁচড়। চলছে রিহার্সালও। মুম্বইতেই বসে কাজ করছেন মীরা।
সিনেমায় রয়েছেন তাবু, ঈশান খট্টর ও নবাগতা তানিয়া মানিকতলা। প্রসঙ্গত তাবুকে ২০০৬ সালে মীরার তৈরি সিনেমা দ্যা নেমসেক-এ দেখা গিয়েছিল। ঝুম্পা লাহিড়ির কাহিনি অবলম্বনে তৈরি দ্যা নেমসেক যথেষ্ট প্রশংসা কুড়োয়। মীরা এবার অ্যা সুটেবল বয় নিয়ে শুরু করলেন তাঁর কাজ। ২০১৬ সালের পর মীরা নায়ারকে আর কাজ করতে তেমন দেখা যায়নি। এবার ফের কাজে ফিরলেন তিনি।
অ্যা সুটেবল বয় ১৯৫১ সালের পটভূমিতে তৈরি। সবে স্বাধীন হওয়া ভারত তখন তার প্রথম নির্বাচনের জন্য তৈরি হচ্ছে। সে সময়ে বিশ্ববিদ্যালয়ে পাঠরতা লতা নামে এক চরিত্রকে সামনে রেখেই এই কাহিনি দানা বাঁধে। কাহিনিতে ৪টি বড় পরিবারের কথা উঠে এসেছে। উঠে এসেছে সে সময়ের আর্থসামাজিক পরিস্থিতি। ভারতের নিজস্ব সংস্কৃতি। কাহিনির ঠাসবুনটে ইতিমধ্যেই প্রশংসিত হয়েছেন বিক্রম শেঠ। তাঁর সেরা কীর্তির নামটাই হয়তো অ্যা সুটেবল বয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা