নতুন ভূমিকায় জার্মান ফুটবল তারকা মিরোস্লাভ ক্লোসে
জার্মান ফুটবল লিগ বুন্দেশলিগা চলতি মাসেই শুরু হবে। তার আগে জার্মান ফুটবলের কিংবদন্তি তারকা মিরোস্লাভ ক্লোসে নতুন দায়িত্ব পেলেন।
ইউরোপের অন্যতম সেরা ফুটবল লিগগুলির একটি জার্মান ফুটবল লিগ বুন্দেশলিগা। জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মের্কেল জানিয়েছিলেন সেই লিগ শুরু হবে এই মাসেই। এরপরই দিন ঘোষণা হয়। ১৬ মে থেকে শুরু হচ্ছে বুন্দেশলিগা। করোনা উদ্বেগের মধ্যে জার্মানিই প্রথম দেশ যারা ইউরোপে ফুটবল লিগ শুরুর সাহস দেখাল। বুন্দেশলিগার অন্যতম সেরা দল বায়ার্ন মিউনিখ। সেই বায়ার্ন মিউনিখের প্রধান কোচ হিসাবে রয়েছেন হানসি ফ্লিক। তাঁরই সহকারী কোচ হিসাবে এবার যোগ দিচ্ছেন মিরোস্লাভ ক্লোসে।
ক্লোসে জার্মান জাতীয় দলের হয়ে খেলে ৭১টি গোল করেছেন। ২০১৪ সালে বিশ্বকাপজয়ী জার্মান দলেও ছিলেন তিনি। তাঁর সঙ্গে বায়ার্ন মিউনিখের চুক্তি হয়েছে। ১ জুলাই থেকে বায়ার্ন মিউনিখের সহকারী কোচ হিসাবে যোগ দিচ্ছেন মিরোস্লাভ ক্লোসে। ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত চুক্তি হয়েছে। এতদিন খেলোয়াড় হিসাবে সফল ক্লোসে কোচ হিসাবে কতটা সাফল্য পান সেদিকে চেয়ে গোটা জার্মানি। তবে নতুন দায়িত্ব পেয়ে খুশি ক্লোসে।
ক্লোসে জানিয়েছেন, হানসি ফ্লিকের সহকারী হিসাবে কাজ করতে তাঁর অসুবিধা হবে না। তাঁর সঙ্গে পেশাগত দিক তো বটেই এমনকি ব্যক্তিগত স্তরেও হানসির সম্পর্ক গভীর। একসঙ্গে খেলেছেন। ফলে ২ জনের তালমিলে সমস্যা হবে না। হানসি জার্মান দলের কোচ জোয়াকিম লো-এর সহকারী হিসাবে দীর্ঘদিন কাজ করেছেন। কোচিংয়ের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে তাঁর। অন্যদিকে নতুন ভূমিকায় ক্লোসে। ২ জনের সাহচর্যে বায়ার্ন মিউনিখ জার্মান লিগে কতটা সাফল্য পায় আপাতত সেদিকেই চেয়ে সকলে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা