২০১৭ সালের মিস ইন্ডিয়ার মুকুট উঠল হরিয়ানার মেয়ে মানুষী ছিল্লারের মাথায়। রবিবার রাতে মুম্বইয়ের যশ রাজ স্টুডিওজ-এ হওয়া প্রতিযোগিতায় ৫৪ তম ফেমিনা মিস ইন্ডিয়া ২০১৭ হিসাবে নাম ঘোষণার পর মানুষীর আবেগঘন মুহুর্তকে আরও আবেগে ভরিয়ে দেয় করতালির বন্যা।
চিকিৎসক মা ও বিজ্ঞানী বাবার মেয়ে মানুষী দিল্লির সেন্ট থমাস স্কুলে পড়াশোনার পর উচ্চশিক্ষা লাভ করেন সোনপতের ভগত ফুল সিং গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ থেকে। এবারের মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় প্রথম প্রতিযোগীরা শেষ রাউন্ডে ভারতীয় শাড়ির সাজে মঞ্চ আলোকিত করলেন। ৩০ জন প্রতিযোগীর মধ্যে প্রথম স্থান দখল করেন মানুষী।
কঠোর পরিশ্রমের পর এই রাতটার জন্য অপেক্ষা করে থাকেন সব প্রতিযোগীই। সেই রাতেই বাজিমাত করলেন মানুষী ছিল্লার। দ্বিতীয় স্থান পান জম্মু কাশ্মীরের মেয়ে সানা দুয়া এবং তৃতীয় স্থান পান বিহারের মেয়ে প্রিয়াঙ্কা কুমারী। এছাড়া ‘মিস অ্যাকটিভ’ মুকুট জেতেন বিনালি ভটনাগর এবং ‘বডি বিউটিফুল’ খেতাব জিতে নেন বামিকা নিধি।