মুম্বই শহরে শনিবারের বর্ণোজ্জ্বল সন্ধ্যা। সর্দার বল্লভভাই প্যাটেল ইন্ডোর স্টেডিয়ামে তখন রূপের ছটা। যেদিকেই দেখা যায় সেদিকেই শুধু সুন্দরের ঝর্ণাধারা। চোখ ঝলসানো সুন্দরী থেকে নজরকাড়া হ্যান্ডসাম। সুন্দরের এই মহামিলন যে অনুষ্ঠানকে ঘিরে সেই অনুষ্ঠানও সুন্দরকে সামনে রেখে। ২০১৯ সালের ভারত সুন্দরী কে? সেই প্রশ্নের উত্তর খুঁজতেই এই চোখ ধাঁধানো আয়োজন। সেই আয়োজনে বিভিন্ন রাজ্যের সুন্দরীদের ভিড়ে শেষ হাসি হাসলেন রাজস্থানের মেয়ে সুমন রাও। জিতে নিলেন মিস ইন্ডিয়া খেতাব। জয় করলেন বিচারকদের মন।
কেউ যদি জীবনে কোনও লক্ষ্য ছুঁতে বদ্ধপরিকর হন, তাহলে তাঁর শরীরের প্রতিটি স্নায়ু ও প্রতিটি তন্তু সেই জয়ের পথচলার গন্তব্য ছুঁতে কাজ করতে শুরু করে। এমনই এক দর্শনকে এদিন সামনে তুলে ধরেন সুমন রাও। তাঁর মাথায় ওঠে দেশের সেরা সুন্দরীর মুকুট। ২০ বছর বয়সী সুমন এখন একজন কলেজ ছাত্রী। পড়াশোনার পাশাপাশি মডেলিং তাঁর ভালবাসা।
এই অনুষ্ঠানেই ফেমিনা মিস গ্র্যান্ড ইন্ডিয়া হয়েছেন ছত্তিসগড়ের শিবানী যাদব। মিস ইন্ডিয়া ইউনাইটেড কন্টিনেন্টস খেতাব জিতেছেন বিহারের মেয়ে শ্রেয়া শঙ্কর। এদিনের অনুষ্ঠানে বিচারকের আসনে ছিলেন কোরিওগ্রাফার রেমো ডি’সুজা, বলিউড অভিনেত্রী হুমা কুরেশি, চিত্রাঙ্গদা সিং, ফ্যাশন ডিজাইনার ফাল্গুনি শেন পিকক ও ফুটবলার সুনীল ছেত্রী। এছাড়া ক্যাটরিনা কাইফ, মৌনী রায় ও ভিকি কৌশলের নাচের অনুষ্ঠান সকলকে মুগ্ধ করে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা