মিস ওয়ার্ল্ড ২০১৭ খেতাব জয় করে ভারতের মুখ উজ্জ্বল করেছেন মানুষী ছিল্লার। অন্যদিকে ২০১৭ মিস ইন্টারন্যাশনালের তাজ গেছে সাউথ আফ্রিকার ঘরে। এবারে আরেক বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় শ্রেষ্ঠ সুন্দরী হওয়ার লড়াইয়ে প্রথম স্থান দখল করলেন দক্ষিণ কোরিয়ার জেনি কিম। জেনিকে সেরার মুকুট পরান গতবছরের মিস সুপারন্যাশনাল ভারতের শ্রীনিধি রমেশ শেট্টি। ২৩ বছরের সুন্দরী জেনি এর আগেও বহু সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। তবে এবারে বৃহত্তর মঞ্চে সারা বিশ্বের ৬৫ জন সুন্দরীদের টেক্কা দিয়ে কিস্তিমাত করলেন কোরিয়ান সুন্দরী। প্রথমবারের জন্য জেনি কিমের হাত ধরে কোনও কোরিয়ান প্রতিযোগী আন্তর্জাতিক প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্বের শিরোপা অর্জন করল। প্রতিযোগিতায় যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থান দখল করেছেন কলোম্বিয়ার তিকা মারটিনেজ এবং রোমানিয়ার বিয়াঙ্কা টিরসিন।
শুক্রবার রাতে মিস সুপারন্যাশনাল প্রতিযোগিতার আলো ঝলমলে আসর বসে পোল্যান্ডে। প্রতিযোগিতায় ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেন দক্ষিণের সুন্দরী পেদেন অংমু নামগ্যাল। দুর্ভাগ্যবশত প্রথম দশের মধ্যে স্থান করে নিতে পারেননি তিনি।