একটা ভূমিকম্প সম্পূর্ণ উল্টে দিয়েছিল বিখ্যাত নদীর গতিপথ
যে দিকে নদীটি বইছিল, কম্পনের পর ঠিক উল্টো দিকে বইতে শুরু করে সেটি। এটি একটি ইতিহাস হয়ে গেছে। যে নদীতে এটি হয়েছিল সেটি কিন্তু বিখ্যাত।
ভূমিকম্পে মাটি কেঁপে ওঠার সঙ্গে পরিচিত বিশ্বের অধিকাংশ মানুষ। কেউ কম, তো কেউ বেশি কম্পন অনুভব করেছেন। তবে কম্পন জীবনে একবার অন্তত অনুভব করেছেন। ভূমিকম্প এমন এক ভয়ংকর প্রাকৃতিক দুর্যোগ যা একটা বিশাল অঞ্চলকে কয়েক মিনিটের মধ্যে একটি ধ্বংসস্তূপে পরিণত করতে পারে।
এমনই একটি কম্পন অনুভূত হয়েছিল ১৮১২ সালে। সেই কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৭.২। যা অনেক ধ্বংসের পাশাপাশি একটি নদীর গতিমুখকেই উল্টোদিকে ঘুরিয়ে দিয়েছিল। যে দিক থেকে নদী বইছিল, তার ঠিক উল্টো দিকে বইতে থাকে নদীটি।
আমেরিকার দক্ষিণ মিসৌরির নিউ মাদ্রিদ এলাকায় একটি ভূমিকম্প হয় ১৮১২ সালে। যার কম্পনের মাত্রা এতটাই বেশি ছিল যে তা আমেরিকার ৩টি সবচেয়ে বড় কম্পনের একটি হয়ে গেছে।
সেই নিউ মাদ্রিদের কম্পনের জেরে অনেক জায়গায় মাটি পর্যন্ত কয়েক ফুট বসে যায়। আবার কোথাও মাটি উপরের দিকে উঠে আসে।
বিজ্ঞানীরা জানতে পেরেছেন নিউ মাদ্রিদ আদপে অতি কম্পন প্রবণ একটি অঞ্চলে পড়ছে। ফলে সেখানে প্রবল কম্পন হয়েছিল। আর তার জেরে মিসিসিপি নদীর গতিমুখ গিয়েছিল বদলে।
নদী যেদিক থেকে বইছিল তার ঠিক উল্টো মুখে বইতে শুরু করে। ঠিক উল্টে যায় নদীর জলের স্রোত। কম্পনের জেরে নদী ঠিক উল্টোদিকে বইতে শুরু করার ঘটনা কিন্তু মিসিসিপি নদীর ক্ষেত্রেই ঘটেছিল। যা আজও ইতিহাস হয়ে আছে।